KTM E-Scooter: টেস্টিংয়ের সময় দেখা মিলল KTM ই-স্কুটারের, চোখধাঁধানো লুকে ঝড় তুলতে আসছে শিগগিরই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 16, 2023 | 1:31 PM

KTM E-Scooter Latest News: ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে KTM ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে খুব শীঘ্রই। তারই আগে ইলেকট্রিক স্কুটারটি টেস্টিং করতে দেখা গেল দেশের রাস্তায়। কেমন হতে চলেছে সেই KTM ইলেকট্রিক স্কুটার, একনজরে তার সব তথ্য জেনে নেওয়া যাক।

KTM E-Scooter: টেস্টিংয়ের সময় দেখা মিলল KTM ই-স্কুটারের, চোখধাঁধানো লুকে ঝড় তুলতে আসছে শিগগিরই
KTM-এর ইলেকট্রিক স্কুটার খুব জলদি আসছে।

Follow Us

Latest E-Scooter: তরুণ প্রজন্মের কাছে KTM বাইক মানেই আলাদা একটা উন্মাদনা। সেই KTM ভক্তরাই অনেক দিন ধরে অপেক্ষা করছেন, কবে তাঁদের KTM E-Scooter লঞ্চ করবে। সেই তাঁদের জন্যই রয়েছে একটি সুখবর। এবার টেস্ট ড্রাইভের সময় রাস্তায় দেখা গেল KTM-এর ইলেকট্রিক স্কুটার। কেমন হতে চলেছে সেই ই-স্কুটার, তার লুক কেমন, দাম কত হতে পারে, ফিচার ও স্পেসিফিকেশনই বা কেমন হতে চলেছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

KTM E-Scooter: প্রথম ঝলক

টেস্টিংয়ের সময় সেই ইলেকট্রিক স্কুটারটিতে KTM গিয়ার সহ আরও একাধিক এমন উপাদান দেখা গিয়েছে, যা থেকে পরিষ্কার সেটি KTM-এর ঐতিহ্যই বহন করছে। তবে যে স্লিক ইন্ডিকেটরগুলি নজরে এসেছে, সেগুলি Husqvarna-র ক্যাটেলগ থেকেই নেওয়া হয়েছে বলে খবর। সেখান থেকেই মনে করা হচ্ছে, ই-স্কুটারটি Husqvarna-রও হতে পারে। পেট্রল মোটরসাইকেলের দিক থেকে KTM এবং Husqvarna তাদের একাধিক উপাদান শেয়ার করে মডেল ডেভেলপ করেছে। এক্ষেত্রেও দুটি সংস্থাই যদি নিজেদের আইডিয়া এক্সচেঞ্জ করে ইলেকট্রিক স্কুটারটি ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

Husqvarna ইতিমধ্যেই তাদের ইলেকট্রিক স্কুটারের কনসেপ্ট শোকেজ় করেছে। তবে Husqvarna Vektorr নামক সেই ইলেকট্রিক স্কুটারটি এখনও পর্যন্ত দিনের আলো দেখেনি। কবে নাগাদ সেই ই-স্কুটার দেশে আসবে, তা নিয়েও কোনও নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাওয়ারের জন্য সেই ইলেকট্রিক স্কুটারে থাকছে 4 kW মোটর, যার সর্বাধিক গতি 45 কিলোমিটার প্রতি ঘণ্টা।

এদিকে KTM-এর যে ইলেকট্রিক স্কুটারটি প্রকাশ্যে এসেছে, সেই মডেলে একটি অ্যালুমিনিয়াম সুইংগ্রাম এবং একটি বড় টাচস্ক্রিন দেখা গিয়েছে। স্কুটারটিতে মিড-মাউন্টেড মোটর থাকছে। তার হাউজ়িং মাউন্ট করা হয়েছে সুইংগ্রামে এবং কুলিং ফিন্সও সেখানেই রয়েছে। ব্যাটারি প্যাকটি প্লেস করা হয়েছে ফ্লোরবোর্ডে এবং সেটিং 14 ইঞ্চির হুইল সহযোগে বাজারে আসতে পারে।

KTM E-Scooter: রেঞ্জ কত হতে পারে

L-ক্যাটেগরির ইলেকট্রিক মোবিলিটিতে এই স্কুটারটি নিয়ে আসা হবে। দুটি ভ্যারিয়েন্টের ডিজ়াইন ডকুমেন্ট সম্পর্কে জানা গিয়েছে। তার একটি হল 4 kW (5.5 bhp) ভার্সন এবং অপরটি 8 kW (11 bhp) ভার্সন। দুটি ভার্সনেরই সর্বাধিক রেঞ্জ হতে পারে এক চার্জে 100 কিলোমিটার এবং সর্বাধিক গতি হতে পারে 100 কিলোমিটার প্রতি ঘণ্টা। দেশে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা যে হারে বাড়ছে, শীঘ্রই এই KTM E-Scooter ভারতে লঞ্চ হতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে।

Next Article