Maruti Suzuki ভারতের বাজারে বিরাট জনপ্রিয় একটি কোম্পানি। এমনকি সবচেয়ে বেশি গাড়ি বিক্রয়কারী কোম্পানিগুলির তালিকার শীর্ষে রয়েছে। আর বাজারে সেই জনপ্রিয়তাকে ধরে রাখতেই কোম্পানিটি একের পর এক গাড়ি এনে চলেছে। সম্প্রতি Maruti Suzuki কোম্পানিটি Jimny SUV লঞ্চ করেছে। এর আগে কোম্পানির যে Jimnyটি ভারতে এসেছিল, সেটি বিরাট জনপ্রিয়তা পেয়েছে। সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই কোম্পানিটি অনেকদিন আগেই জানিয়েছিল যে,তারা বাজারে মারুতি সুজুকি জিমনি 5 ডোর ভ্যারিয়েন্টটি আনতে চলেছে। সেই মতোই অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে এসে গিয়েছে Maruti Suzuki Jimny 5 ডোর ভ্যারিয়েন্ট। সবথেকে অবাক ব্যাপার হল নতুন লঞ্চ করা 5-ডোর SUV-টি ইতিমধ্যেই 31,000-এর বেশি বুকিং পেয়েছে। মারুতি সুজুকি জিমনি ভারতীয় বাজারে মোট দু’টি ভ্যারিয়েন্টে এসেছে- জেটা এবং আলফা। দাম সম্পর্কে বললে, ম্যানুয়াল ট্রান্সমিশন সহ Zeta Trom-এর দাম 12.74 লক্ষ টাকা (এক্স-শোরুম), যেখানে অটোমেটিক গিয়ারবক্স সহ টপ-স্পেক আলফা ভ্যারিয়েন্টের দাম 15.05 লক্ষ টাকা (এক্স-শোরুম)। ভারতীয় বাজারে এই গাড়ির জনপ্রিয়তা সব সময়ই তুঙ্গে। আর বাজারে আসার আগে প্রচুর মানুষ অপেক্ষায় ছিলেন। তাই আসার সঙ্গে সঙ্গে এই বিরাট সংখ্যক বুকিং হয়েছে।
Maruti Suzuki Jimny SUV-এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের চাহিদা বেশি। অটোমেকারের মতে, Maruti Suzuki Jimny SUV- এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের চাহিদা বেশ বেশি। এছাড়াও, দু’টি ট্রিমের মধ্যে, জিমনি SUV-এর টপ-স্পেক আলফা ভ্যারিয়েন্টটি বেশি বিক্রি হয়।
Maruti Suzuki Jimny SUV পাওয়ারট্রেন:
পাওয়ারট্রেনে আসা Maruti Suzuki Jimny SUV-তে 1.5-লিটার, 4-সিলিন্ডার, প্রাকৃতিকভাবে অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা 103bhp এবং 134.2Nm পিক টর্ক জেনারেট করে। গিয়ারবক্সের ক্ষেত্রেও অনেক অপশন পেয়ে যাবেন। এতে একটি 4-স্পিড অটোমেটিক ইউনিট এবং একটি 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Jimny SUV-এর সমস্ত ভ্যারিয়েন্টগুলিতে Suzuki-এর All Grip Pro 4WD সিস্টেম ব্যবহার করা হয়েছে।
Maruti Suzuki-এর মতে , জিমনি SUV-এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টে 16.94 kmpl জ্বালানি দক্ষতা রয়েছে। আর অটোমেটিক ভ্যারিয়েন্টটি 16.39 kmpl-এ সামান্য কম জ্বালানি-দক্ষতা রয়েছে। মারুতি সুজুকি জিমনিকে তার 40-লিটার ফুয়েল ট্যাঙ্কে 650 কিলোমিটারের বেশি রেঞ্জ দেয়। ফলে বুঝতেই পারছেন গাড়িটির বুকিং এত বেশি পরিমাণে হওয়ার কারণ।