Volvo C40 Recharge: ভারতে দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে Volvo, একবার চার্জে দৌড়াবে 530 কিমি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 14, 2023 | 2:35 PM

Volvo C40 Recharge EV SUV Look: বিগত কয়েক বছরে যে হারে বৈদ্যুতিক SUV-এর চাহিদা বেড়েছে, তাতে বাজারে একের পর এক নতুন গাড়ি আনছে কোম্পানিগুলি। সেই মতোই Volvo ভারতীয় বাজারে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি নিয়ে এল।

Volvo C40 Recharge: ভারতে দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে Volvo, একবার চার্জে দৌড়াবে 530 কিমি

Follow Us

Volvo C40 Recharge Launch Date: Volvo ভারতীয় বাজারে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে, যার নাম C40 Recharge। এর আগে, কোম্পানিটি XC40 recharge নামে একটি বৈদ্যুতিক SUV লঞ্চ করেছিল। গাড়িটি ভারতীয় বাজারে বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল। বর্তমানে এই সুইডিশ কোম্পানিটি C40 Recharge-এর মাধ্যমে প্রিমিয়াম EV ক্রেতাদের কাছে নতুন অপশন এনে হাজির করেছে। Volvo C40 রিচার্জের দাম এখনই জানা যায়নি। তবে কোম্পানি চলতি বছরের আগস্টে এর দাম প্রকাশ করবে। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে যে হারে বৈদ্যুতিক SUV-এর চাহিদা বেড়েছে, তাতে বাজারে একের পর এক নতুন গাড়ি আনছে কোম্পানিগুলি। সেই মতোই Volvo ভারতীয় বাজারে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি নিয়ে এল। গাড়িটি একবার চার্জে 530 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে পারে।

Volvo C40 Recharge-এর ব্যাটারি, রেঞ্জ এবং চার্জিং:

Volvo C40 Recharge ভারতে সিঙ্গেল টপ-স্পেক ভ্যারিয়েন্টে আসবে। এই ইলেকট্রিক SUV-তে 78kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এটি সিঙ্গেল AWD ভার্সন এবং ডুয়াল-ইলেকট্রিক মোটর সেটআপ সহ C40 রিচার্জ 405bhp শক্তি এবং 660Nm পিক টর্ক জেনারেট করে। কোম্পানির দাবি,C40 Recharge এক চার্জে 530 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। Volvo 150kW DC ফাস্ট চার্জার সাপোর্ট সহ তার নতুন বৈদ্যুতিক যান চালু করেছে এবং এর ব্যাটারি মাত্র 27 মিনিটে 10 থেকে 80 শতাংশ চার্জ হয়ে যাবে।

এটি দেখতে কেমন?

Volvo C40 রিচার্জের লুক এবং ডিজাইনের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। এটি XC40 Recharge-র কুপ ভার্সন। এই বৈদ্যুতিক SUVটি 6টি রঙে আনা হয়েছে। যেমন ক্রিস্টাল হোয়াইট, অনিক্স ব্ল্যাক, ফিউশন রেড, ক্লাউড ব্লু, সেজ গ্রিন এবং জর্ডান ব্লু। বডি-রঙের ক্লোজড-অফ ফ্রন্ট ফেস, এলইডি হেডল্যাম্প, LED টেলল্যাম্প, 19-ইঞ্চি 5-স্পোক ডায়মন্ড-কাট অ্যালয় হুইলগুলির মতো অনেক ফিচার পেয়ে যাবেন। এটিতে একটি কালো কেবিন, ড্যাশবোর্ডে একটি 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, গুগল ম্যাপে ইন-বিল্ড অ্যাক্সেস, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং প্লে স্টোর, একটি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে রয়েছে।

কবে এর ডেলিভারি শুরু হবে?

Volvo C40 Recharge-এর ডেলিভারি সেপ্টেম্বরে শুরু হবে। সংস্থাটির দাবি, 2040 সাল নাগাদ, এটি তাদের সমস্ত যানবাহনকে ইলেকট্রিক করবে। ভলভোর ইভি সেগমেন্টে 25% মার্কেট শেয়ার রয়েছে এবং কোম্পানি এটি আরও বাড়ানোর চেষ্টা করছে বলেই মনে করা হচ্ছে।

Next Article