Thar.e ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট প্রকাশ্যে আনল Mahindra, ছকভাঙা ডিজ়াইন, বাম্পার ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 17, 2023 | 4:56 PM

Thar ইলেকট্রিক SUV INGLO-P1 EV প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে নির্মিত হবে। এই প্ল্যাটফর্মটি একটি বৃহত্তর ব্যাটারি ক্ষমতার, গাড়ির ওজন যেমন কম করছে তেমনই আবার রেঞ্জও অনেকখানিই বেশি দিতে পারবে। Thar.e মডেলটি হাইয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং অল-হুইল ড্রাইভ পাওয়ার দিয়ে সজ্জিত হতে চলেছে।

Thar.e ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট প্রকাশ্যে আনল Mahindra, ছকভাঙা ডিজ়াইন, বাম্পার ফিচার্স
থার এবার ইলেকট্রিক অবতারে।

Follow Us

Mahindra Thar Electric গাড়িটির কনসেপ্ট প্রদর্শিত হল 15 অগস্ট। একটি ইভেন্টে Thar.e নামক সেই ইলেকট্রিক গাড়ির ফার্স্ট লুক দেখানো হয় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এই কনসেপ্ট নেওয়া হয়েছে বিখ্যাত Thar অফ-রোড এসইউভি থেকে এবং তার চেহারা সম্পূর্ণ ভাবে আলাদা। ডিজাইনের উপাদান মাহিন্দ্রার আসন্ন বৈদ্যুতিক অফ-রোড SUV-কে আকর্ষণীয় করে তুলেছে। এই ইলেকট্রিক থার মাহিন্দ্রার বর্ন ইলেকট্রিক সিরিজের গাড়িতে যোগ দিতে চলেছে।

ওই ইভেন্টে মাহিন্দ্রা নিশ্চিত করেছে, Thar ইলেকট্রিক SUV INGLO-P1 EV প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে নির্মিত হবে। এই প্ল্যাটফর্মটি একটি বৃহত্তর ব্যাটারি ক্ষমতার, গাড়ির ওজন যেমন কম করছে তেমনই আবার রেঞ্জও অনেকখানিই বেশি দিতে পারবে। Thar.e মডেলটি হাইয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং অল-হুইল ড্রাইভ পাওয়ার দিয়ে সজ্জিত হতে চলেছে। Mahindra জানিয়েছে, Thar.e ইলেকট্রিক কনসেপ্ট SUV-র হুইলবেস 2,776 মিমি থেকে 2,976 মিমি পর্যন্ত বিস্তৃত হবে, যেখানে প্রায় 300 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বজায় থাকবে।

প্রথম বার যখন  Thar.e এর লুক প্রকাশ্যে আসে, ভারতের বাজার-চলতি আইসিই Thar SUV-র থেকে তার লুক অনেকটাই আকর্ষণীয় হিসেবে ধরা দিয়েছে। গাড়ির সামনের প্রান্তটি বর্গাকার আকৃতির এবং তার সঙ্গে পুনরায় ডিজাইন করা এলইডি হেডলাইটগুলিকেও দেখা গিয়েছে। গ্রিলের উপর এলইডি বার রয়েছে, যা মাহিন্দ্রার স্বতন্ত্র স্ল্যাট প্যাটার্নের বিষয়টি মনে করিয়ে দেয়। উল্লেখযোগ্যভাবে, কনসেপ্ট ইভিতে ব্ল্যাক-আউট গ্রিলের উপর Thar ব্যাজিং দেওয়া হয়েছে। রয়েছে একটি শক্তিশালী ফ্রন্ট বাম্পার।

ব্যাটারির আকার বা আসন্ন বৈদ্যুতিক SUV-র লঞ্চ ডেট এবং রেঞ্জ সংক্রান্ত কোনও তথ্য Mahindra-র তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি। যদিও মনে করা হচ্ছে, 2025 সাল নাগাদ থার ইলেকট্রিক SUV-র প্রোডাকশন শুরু হতে পারে।

এছাড়া Mahindra and Mahindra তার ফ্ল্যাগশিপ Scorpio N SUV-র উপরে ভিত্তি করে একটি কনসেপ্ট পিকআপ ট্রাকও চালু করেছে। নতুন মই-ফ্রেমের চ্যাসিসের উপর নির্মিত, Scorpio N PikUp কনসেপ্টে 6-স্পিড ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সঙ্গে Gen-2 mHawk ইঞ্জিন থাকছে। এই কনসেপ্টটি বৈদ্যুতিক শিফট-অন-ফ্লাই, লেভেল-2 ADAS, একটি সানরুফ এবং 5G কানেক্টিভিটি সহ 4WD অন্তর্ভুক্ত করবে।

Next Article