পথ সুরক্ষার কথা মাথায় রেখে Grand Vitara গাড়িতে AVAS ফিচার দিল Maruti Suzuki

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 20, 2023 | 3:52 PM

AVAS In Maruti Suzuki Grand Vitara: লেটেস্ট ফিচারের নাম অ্যাকাউস্টিক ভেহিকল অ্যালার্টিং সিস্টেম বা AVAS। তবে গাড়িটির সব মডেলে এই AVAS ফিচার যোগ করা হয়নি। কেবল এই এসইউভি-র হাইব্রিড ভ্যারিয়েন্টগুলিতেই ফিচারটি দেওয়া হয়েছে। ফলে, Grand Vitara-র হাইব্রিড ভ্যারিয়েন্টগুলির দামও বেড়েছে।

পথ সুরক্ষার কথা মাথায় রেখে Grand Vitara গাড়িতে AVAS ফিচার দিল Maruti Suzuki
গ্র্যান্ড ভিটারায় নতুন সুরক্ষা বৈশিষ্ট্য।

Follow Us

খুব অল্প সময়েই Maruti Suzuki-র Grand Vitara গাড়িটি দেশে জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয় সেই গাড়িতেই এবার একটি সুরক্ষা ফিচার যোগ করা হয়েছে, যা মূলত পথচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে। সেই লেটেস্ট ফিচারের নাম অ্যাকাউস্টিক ভেহিকল অ্যালার্টিং সিস্টেম বা AVAS। তবে গাড়িটির সব মডেলে এই AVAS ফিচার যোগ করা হয়নি। কেবল এই এসইউভি-র হাইব্রিড ভ্যারিয়েন্টগুলিতেই ফিচারটি দেওয়া হয়েছে। ফলে, Grand Vitara-র হাইব্রিড ভ্যারিয়েন্টগুলির দামও বেড়েছে। 4,000 টাকা করে বাড়ানো হয়েছে মডেলগুলির দাম। ফলে এখন Maruti Grand Vitara-র বিভিন্ন মডেলর দাম 18.29 লাখ টাকা থেকে শুরু হয়ে 19.79 লাখ পর্যন্ত হয়েছে।

Maruti Grand Vitara: AVAS ফিচারে কী-কী ফাংশন রয়েছে

হাইব্রিড গাড়িগুলি যখন সামগ্রিক ইলেকট্রিক শক্তিতে চালিত হয়, তখন তারা এক্কেবারে নিঃশব্দে চলে। আর তা পথচারীদের জন্য সত্যিই ভয়ের। ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে বিষয়টি সবথেকে বেশি করে দেখা যায়। Maruti Suzuki Grand Vitara ইলেকট্রিক ভেহিকল না হলেও, গাড়িটি এক্কেবারেই শব্দ করে না। তার কারণ তাতে ইলেকট্রিক মোটর রয়েছে। এখন সেই সমস্যার সমাধানেই Maruti তার গ্র্যান্ড ভিটারা গাড়ির জন্য AVAS ফিচার নিয়ে হাজির হয়েছে। যার ফলে গাড়িটিতে এখন লো-লেভেল এবং লো-ফ্রিকোয়েন্সিতেই 5 ফুট পর্যন্ত সাউন্ড অ্যালার্ট শোনা যাবে। তার ফলে পথচারীরা তো বটেই, পাশাপাশি গাড়িগুলিই রাস্তায় চলাফেরা করার সময় একটা ইঙ্গিত পেয়ে যাবে।

অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (AIS) 173 এর উপরে ভিত্তি করেই এই নতুন ফিচারটি যোগ করা হয়েছে গ্র্যান্ড ভিটারা গাড়িতে। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী, কোয়াইট রোড ট্রান্সপোর্ট ভেহিকলস (QRTV) অর্থাৎ যে সব গাড়ি কম আওয়াজ করে, তাদের কিছু ওয়ার্নিং সিস্টেম থাকা উচিত পথচারীদের কথা মাথায় রেখে। AIS 173 নর্ম অনুযায়ী, QRTV-র তালিকায় পড়ে যাদের অন্তত একটি ইলেকট্রি মোটর, বা একটি ইলেকট্রিক মোটর জেনারেটর থাকে। এই গাড়িগুলির মধ্যে অবশ্যই অল-ইলেকট্রিক ভেহিকলগুলি পড়ে, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, ফুয়েল সেল ভেহিকল এবং ফুয়েল সেল হাইব্রিড ভেহিকলও পড়ে।

Maruti Grand Vitara: ফিচার ও স্পেসিফিকেশন

Grand Vitara-র হাইব্রিড ভ্যারিয়েন্টে রয়েছে 1.5 লিটারের 3 সিলিন্ডার অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিন। একটি ইলেকট্রিক মোটরের সঙ্গে কাজ করে এই পেট্রোল ইঞ্জিনটি। হাইব্রিড পাওয়ারট্রেনটি 114 bhp চার্ন আউট করে এবং তা পেয়ার করা রয়েছে একটি eCVT অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে। ইলেকট্রিফায়েড পাওয়ারট্রেনটিতে রয়েছে 27.97 kmpl এর ARAI-রেটেড ফুয়েল ইকোনমি।

AVAS এর পাশাপাশি Grand Vitara গাড়িতে সেফটি ফিচারের মধ্যে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ESP, একটি 360 ডিগ্রি ক্যামেরা, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল ডিসেন্ট কন্ট্রোল এবং ISOFIX চাইল্ড-সিট অ্যাঙ্করস।

Next Article