Maruti Suzuki Jimny Price In India: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর, Maruti Suzuki তার অফ-রোড কার Maruti Suzuki Jimny লঞ্চ করল। কোম্পানি এই SUVটিকে 12.7 লক্ষ টাকায় লঞ্চ করেছে। এটি পেট্রোল ম্যানুয়াল ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। যদিও টপ এন্ড ভ্যারিয়েন্টটি হবে পেট্রোল অটোমেটিক, যার দাম 15.05 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর আগে কোম্পানির যে Jimnyটি ভারতে এসেছিল, সেটি মানুষের মধ্যে বিরাট জনপ্রিয়তা পেয়েছে। সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই কোম্পানিটি অনেকদিন আগেই জানিয়েছিল যে,তারা বাজারে মারুতি সুজুকি জিমনি 5 ডোর ভ্যারিয়েন্টটি আনতে চলেছে। সেই মতোই অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে এসে গেল Maruti Suzuki Jimny 5 ডোর ভ্যারিয়েন্ট। চলুন এই নতুন গাড়ির ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
মারুতি সুজুকি জিমনি 5 ডোর ভ্যারিয়েন্টের ফিচার:
এতে 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা 105bhp শক্তি উৎপন্ন করবে। এছাড়াও এটি একটি 4×4 SUV। ইঞ্জিনটিতে 4-স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার গিয়ারবক্স রয়েছে। জিমনি ভারতে 5-দরজা কনফিগারেশনে এসেছে। এটি আগেই 2023 অটো এক্সপোতে ভারতে পেশ করা হয়েছিল। তখনই এর লুক সামনে এসেছিল। এটি 5টি সিঙ্গেল টোন এবং 2টি ডুয়াল টোন কালার অপশনে কিনতে পারবেন।
এই অফ-রোড গাড়িতে রয়েছে HD ডিসপ্লে সহ 22.86 সেমি (9”) স্মার্ট প্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ওয়্যারলেস অ্যাপল কারপ্লে সহ আরকামিস অডিয়ো সিস্টেম এবং অ্যান্ড্রয়েড অটো কানেকশন, ওয়েদার কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, এলইডি হেডল্যাম্প। এছাড়াও এই নতুন SUV-তে আপনি 7 ইঞ্চি টাচস্ক্রিন, 6 এয়ারব্যাগ, পাওয়ার উইন্ডোজ, ব্যাক ক্যামেরা, ব্রেক লিমিটেড স্লিপ ডিফারেনশিয়াল, ESP এবং আরও অনেক কিছু পাবেন। কেবিনে একটি অল-ব্ল্যাক কালার থিম। এর আগের ভ্যারিয়েন্টটিতেও অনেক সুবিধা ছিল। তাতে HVAC কন্ট্রোলের জন্য সার্কুলার ডায়াল, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট সহ নয়-ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন রয়েছে। সেমি-ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং আরও অনেক ফিচার্স দেওয়া হয়েছিল। এটারও ড্যাশবোর্ডে একটি গ্র্যাব হ্যান্ডেল রয়েছে।
বুকিং শুরু হয়ে গিয়েছে:
মারুতি তার Jimny 5 ডোর ভ্যারিয়েন্টটির বুকিং শুরু করে দিয়েছে। কোম্পানিটি নেক্সা শোরুমের মাধ্যমে এই গাড়িটি বিক্রি করবে। মারুতি সুজুকির জিপসি পরে অফ-রোডার স্পেসে আসা এটি একটি অন্যতম গাড়ি।