AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maruti Car Discounts: অগস্টে মারুতি সেলেরিও, ওয়াগনআর, সুইফ্ট, অল্টো কিনলে 54,000 টাকা পর্যন্ত সাশ্রয়

Rs 54000 Discount On WagonR, Swift, Celerio, Alto: প্রতি মাসেই মারুতি সুজ়ুকি তার বিভিন্ন গাড়ির জন্য আকর্ষণীয় ছাড়় দিয়ে থাকে। তবে অগস্টে সেই ছাড়ের পরিমাণটা অনেক বেশি। কোন কোন গাড়িতে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, দেখে নিন।

Maruti Car Discounts: অগস্টে মারুতি সেলেরিও, ওয়াগনআর, সুইফ্ট, অল্টো কিনলে 54,000 টাকা পর্যন্ত সাশ্রয়
অগস্টে মারুতির একাধিক গাড়িতে ব্যাপক ছাড়। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Aug 14, 2022 | 4:12 PM
Share

অগস্টে মারুতি সুজ়ুকি (Maruti Suzuki) তার এরিনা ডিলারশিপ থেকে একাধিক গাড়ির উপরে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। মাসের এক্কেবারে শেষ পর্যন্ত মিলবে ছাড়। মূলত যে সব গাড়িতে (Car Offers) মারুতি সুজ়ুকি ছাড় দিচ্ছে সেই তালিকায় রয়েছে, নতুন সেলেরিও, ওয়াগনআর, সুইফ্ট, ডিজ়ায়ার, এস-প্রেসো, ইকো এবং অল্টো। কর্পোরেট, ক্যাশ এবং এক্সচেঞ্জ বোনাস স্কিম- প্রতিটি ক্ষেত্রেই মিলবে ছাড়। যদিও ছাড়ের তালিকায় সদ্য লঞ্চ হওয়া সাব কম্প্যাক্ট এসইউভি ব্রেজ়া গাড়িটি নেই। পাশাপাশি নব-প্রজন্মের আর্টিগা গাড়িটিতেও এই অগস্টে কোনও ছাড় দিচ্ছে না সংস্থা। একনজরে দেখে নেওয়া যাক, অগস্টে মারুতি সুজ়ুকির কোন কোন গাড়িতে কত টাকা করে ছাড় মিলছে।

1) মারুতি অল্টো – জনপ্রিয় হ্যাচব্যাক অল্টো 800-তে সব মিলিয়ে মোট 22,000 টাকা ছাড় দিচ্ছে মারুতি। তার মধ্যে রয়েছে 8,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট, 10,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং 4,000 টাকা কর্পোরেট ডিসকাউন্ট।

2) মারুতি এস-প্রেসো – সবথেকে বেশি পরিমাণ ছাড় যে দুটি গাড়িতে মিলছে, তার মধ্যে এস-প্রেসো একটি। এই মডেলে 54,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি। তার মধ্যে 35,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। তারপরে আবার রয়েছে 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। পাশাপাশি এই গাড়িতে 4,000 টাকার কর্পোরেট ডিসকাউন্টও রয়েছে।

3) মারুতি ইকো – মারুতির এই ইকো গাড়িটিতে মিলছে 22,000 টাকা ছাড়। তার মধ্যে ক্যাশ ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে রয়েছে 10,000 টাকা করে মোট 20,000 টাকা। এই গাড়িটি ক্রয় করলে 2,000 টাকা কর্পোরেট ডিসকাউন্টও পেয়ে যাবেন কাস্টমাররা।

4) মারুতি সেলেরিও – গত বছর লঞ্চ হওয়া এই সেলেরিও হ্যাচব্যাক গাড়িতে সব মিলিয়ে 54,000 টাকা ছাড় দিচ্ছে মারুতি। ক্যাশ ডিসকাউন্ট হিসেবে থাকছে 35,000 টাকা। এছাড়া এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট মিলিয়ে এই গাড়িতে যথাক্রমে 15,000 টাকা ও 4,000 টাকার অফার উপলব্ধ করা হয়েছে।

5) মারুতি ওয়াগনআর – এই মুহূর্তে দেশের সর্বাধিক বিক্রিত গাড়ি হল মারুতি ওয়াগনআর। এই গাড়িতে 30,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে সংস্থাটি। তার মধ্যে রয়েছে 10,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 5,000 টাকা কর্পোরেট ডিসকাউন্ট।

6) মারুতি সুইফ্ট – প্রিমিয়াম হ্যাচব্যাক সুইফ্টে সব মিলিয়ে 40,000 টাকা ছাড় দিচ্ছে মারুতি। সেই ছাড়ের পরিমাণে রয়েছে 20,000 টাকা ক্যাশ এবং 15,000 টাকা এক্সচেঞ্জ বোনাস। শুধু তাই নয়। এরপরে আবার 5,000 টাকার কর্পোরেট ডিসকাউন্টও রয়েছে।

7) মারুতি ডিজ়ায়ার – সাব-কম্প্যাক্ট সেডান মারুতি ডিজ়ায়ার গাড়িতে সব মিলিয়ে 40,000 টাকা ছাড় দিচ্ছে মারুতি। এর মধ্যে 5,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস রয়েছে 10,000 টাকার। তারপরেও আবার রয়েছে 3,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট।