ত্রুটিপূর্ণ S-Presso এবং Eeco, বিক্রি করেও 87,599 ইউনিট তুলে নিল Maruti Suzuki

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 25, 2023 | 1:56 PM

Maruti Suzuki S-Presso And Eeco: গত সোমবার তাদের 87,599 ইউনিট S-Presso এবং Eeco গাড়িগুলিকে বাজার থেকে তুলে নিয়েছে। দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা জানিয়েছে, এই গাড়িগুলি ত্রুটিপূর্ণ। প্রতিটি মডেলেরই স্টিয়ারিং টাই রড পরীক্ষা এবং প্রতিস্থাপনের জন্য প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে মারুতি সুজ়ুকি।

ত্রুটিপূর্ণ S-Presso এবং Eeco, বিক্রি করেও 87,599 ইউনিট তুলে নিল Maruti Suzuki
বিক্রি করেও একধাক্কায় গুচ্ছের গাড়ি তুলে নিল মারুতি সুজ়ুকি।

Follow Us

Maruti Suzuki এই মুহূর্তে দেশের অন্যতম নামজাদা একটি গাড়িপ্রস্তুতকারক সংস্থা। কিন্তু কিছু ভুলচুক এই নামী সংস্থার ক্ষেত্রেও হয়ে থাকে। সেই কারণেই সংস্থাটি গত সোমবার তাদের 87,599 ইউনিট S-Presso এবং Eeco গাড়িগুলিকে বাজার থেকে তুলে নিয়েছে। দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা জানিয়েছে, এই গাড়িগুলি ত্রুটিপূর্ণ। প্রতিটি মডেলেরই স্টিয়ারিং টাই রড পরীক্ষা এবং প্রতিস্থাপনের জন্য প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে মারুতি সুজ়ুকি। একটি বিবৃতি জারি করে সংস্থার দাবি, এই মডেলগুলি তৈরি করা হয়েছিল 5 জুলাই, 2022 থেকে 15 ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত সময়কালে।

গাড়িপ্রস্তুতকারক সংস্থাটি বলছে, “আমরা সন্দেহ করছিলাম, এই গাড়িগুলিতে ব্যবহৃত স্টিয়ারিং টাই রডের একটি অংশে সম্ভাব্য ত্রুটি রয়েছে, যা একটা সময়ের পরে অদ্ভুত ভাবে ভেঙে যেতে পারে। আর তা হলে গাড়ির স্টিয়ারিং এবং সর্বোপরি গাড়িটির পরিচালনা ব্যাপক ভাবে প্রভাবিত হতে পারে।” Maruti Suzuki-র তরফে আরও বলা হচ্ছে, বিনা খরচে ত্রুটিপূর্ণ অংশ পরিদর্শন এবং তা প্রতিস্থাপনের জন্য ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মালিকদের সঙ্গে কোম্পানি-অনুমোদিত ডিলার ওয়ার্কশপ থেকে যোগাযোগ করা হবে। গাড়িগুলিকে তুলে নেওয়ার প্রক্রিয়াটি শুরু হবে 24 জুলাই, 2023, সন্ধে 06:30 মিনিট থেকে।

সাম্প্রতিক অতীতে এত বড় ভুল Maruti Suzuki করেনি যেখানে তাদের এই বিরাট সংখ্যক মডেল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে হয়েছে। গাড়ির মডেল প্রত্যাহারের এই সংখ্যাটাও মারুতি সুজ়ুকির এই প্রথম এতটা বড় মাত্রায়। গত সোমবার মারুতি সুজুকির শেয়ার বিএসইতে 0.75 শতাংশ কমে 9,694.70 টাকায় শেষ হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে Maruti Suzuki তার 17,362টি মডেল মার্কেট থেকে তুলে নিয়েছিল, যেগুলি ম্যানুফ্যাকচার করা হয়েছিল 8 ডিসেম্বর, 2022 এবং 12 জানুয়ারি, 2023 সময়কালের মধ্যে। মূলত, এয়ারব্যাগ কন্ট্রোলার সংক্রান্ত সমস্যার কারণে এই মডেলগুলিকে বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। সে সময় কোম্পানির তরফ থেকে এই গাড়িগুলিকে তুলে নেওয়ার কারণ হিসেবে এয়ারব্যাগ কন্ট্রোলারের প্রভাবিত অংশটি পরিদর্শন এবং প্রতিস্থাপন করার কথা বলা হয়েছিল, যা বিরল পরিস্থিতিতে গাড়ির দুর্ঘটনার ক্ষেত্রে এয়ারব্যাগ এবং সিট বেল্ট প্রিটেনশনার স্থাপন করতে পারে না।

এদিকে আবার 2021 সালের সেপ্টেম্বরে মারুতি সুজ়ুকি তার Ciaz, Ertiga, Vitara Brezza, S-Cross এবং XL6 এর পেট্রল ভ্যারিয়েন্টগুলি বাজার থেকে তুলে নিয়েছিল। সে সময় 181,754টি ইউনিটে ত্রুটি ধরা পড়েছিল। 4 মে, 2018 থেকে 27 অক্টোবর 2020-র মধ্যে এই গাড়িগুলি তৈরি করা হয়েছিল। ইউনিটগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ত্রুটির কারণ ব্যাখ্যা করে সেগুলিকে সংশোধনের জন্যই প্রত্যাহার করা হয় বলে সে সময় জানিয়েছিল মারুতি সুজ়ুকি।

Next Article