Ola-র সবথেকে কম দামি ইলেকট্রিক স্কুটার S1 Air, অগস্ট থেকে ডেলিভারি শুরু

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 24, 2023 | 4:43 PM

31 জুলাই থেকে Ola S1 Air বুক করে কিনতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 1.09 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। তবে এই দামে স্কুটারটি আপনি ক্রয় করতে পারবেন সাময়িক কিছু দিনের জন্য। সেই ইন্ট্রোডাক্টারি অফার শেষ হয়ে গেলে স্কুটারটির দাম হবে 1.19 লাখ টাকা (এক্স-শোরুম)।

Ola-র সবথেকে কম দামি ইলেকট্রিক স্কুটার S1 Air, অগস্ট থেকে ডেলিভারি শুরু
সস্তার ওলা ই-স্কুটার আপনি এখন বুক করে কিনতেও পারবেন।

Follow Us

Ola Electric খুব অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা হয়ে উঠেছে। Ola S1, Ola S1 Pro এর পর এবার সংস্থাটি তাদের তৃতীয় ই-স্কুটার Ola S1 Air এর ডেলিভারি শুরু করতে চলেছে। ইতিমধ্যেই এই ইলেকট্রিক স্কুটার যাঁরা বুকিং করে ফেলেছেন, তাঁরা 28 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে সময়কালে এই মডেলটি কিনতে পারবেন। আর যাঁরা এখনও পর্যন্ত এই ই-স্কুটার বুকিং করেননি, তাঁরা 31 জুলাই থেকে Ola S1 Air বুক করে কিনতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 1.09 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। তবে এই দামে স্কুটারটি আপনি ক্রয় করতে পারবেন সাময়িক কিছু দিনের জন্য। সেই ইন্ট্রোডাক্টারি অফার শেষ হয়ে গেলে স্কুটারটির দাম হবে 1.19 লাখ টাকা (এক্স-শোরুম)।

এই মুহূর্তে Ola-র ইলেকট্রিক স্কুটার লাইন-আপে সবথেকে সস্তার মডেল হল Ola S1 Air। গত বছর অক্টোবরেই দেশের মার্কেটে এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করা হয়েছিল। সে সময়ই সংস্থার তরফ থেকে বলা হয়েছিল, এই স্কুটার কাস্টমাররা ক্রয় করতে পারবেন 2023 সালের জুলাই মাস থেকে। এই স্কুটারে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, কতটা রেঞ্জ দিতে পারে, সর্বাধিক গতিই বা কত, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Ola S1 Air ইলেকট্রিক স্কুটারটি ইক্যুইপ করা রয়েছে একটি 3 KWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের সঙ্গে। এই ব্যাটারি নিয়ে ওলার তরফ থেকে বলা হচ্ছে, এটি এক চার্জে 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। তবে এই রেঞ্জ কিন্তু S1 বা S1 Pro-র থেকে অনেকটাই কম। অগস্ট মাস থেকে এই S1 Air ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে।

S1 বা S1 Pro এই দুই স্কুটারে যেমন বেল্ট ড্রাইভ রয়েছে, Ola S1 Air-এ তার পরিবর্তে একটি হাব মোটর দেওয়া হয়েছে। ওলা হাইপারড্রাইভ মোটর বা হাব মোটরটি এই ইলেকট্রিক স্কুটারের পাওয়ার আউটপুট 6 bhp পর্যন্ত বাড়াতে পারে। নতুন স্কুটারের মোট তিনটি রাইড মোড রয়েছে- ইকো, নর্মাল এবং স্পোর্টস। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই Ola S1 Air স্কুটারের সর্বাধিক গতি 90 kmph।

ই-স্কুটারটিতে এক্কেবারে লেটেস্ট সফটওয়্যার অর্থাৎ MoveOS.3 দেওয়া হয়েছে। এই সফটওয়্যারের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে মুড, ডকুমেন্ট স্টোরেজ, ওয়াইফাই কানেক্টিভিটি, ফল ডিটেকশন, হালো ল্যাম্প, হ্যাজ়ার্ড লাইটস এবং প্রক্সিমিটি ইত্যাদি। মোট পাঁচটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে Ola S1 Air ই-স্কুটারের- কোরাল গ্ল্যাম, জেট ব্ল্যাক, লিক্যুইড সিলভার, নিও মিন্ট এবং পোর্সলেইন হোয়াইট।

S1 Air ই-স্কুটারে রয়েছে অল-এলইডি হেডলাইটস, 7 ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কন্সোল, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, রিভার্স মোড, স্মার্টফোন কানেক্টিভিটি, জিপিএস নেভিগেশন, রিমোট বুট আনলক। নির্দিষ্ট সময়ান্তরে ই-স্কুটারটি OTA আপডেট পাবে। এতে একটি 34 লিটারের বুট স্পেস রয়েছে। তবে তা S1 এবং S1 Pro এর 36 লিটারের বুট স্পেসের থেকে অনেকটাই ছোট।

Next Article