Maruti Suzuki Alto-র জয়জয়কার! টানা 23 বছরে 45 লাখ ইউনিট বিক্রি করে ঐতিহাসিক মাইলফলক
Maruti Suzuki বলছে, গত 23 বছরের ব্যবধানে অল্টোর 45 লাখ ইউনিট বিক্রি হয়েছে দেশের বাজারে। এর আগে কোনও গাড়ির ক্ষেত্রেই এমনটা দেখা যায়নি। ভারতে এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক সেগমেন্টে Alto গাড়িটির একাধিক মডেল রয়েছে। দেশে প্রথম Alto লঞ্চ করা হয়েছিল 2000 সালে।
দেশের অটোমোবাইল সেক্টরে ঐতিহাসিক মাইলফলক গড়ল Maruti Suzuki। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, Maruti Alto দেশের সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে উঠে এসেছে। পরিসংখ্যান দিয়ে স্পষ্ট করে মারুতি সুজ়ুকি বলছে, গত 23 বছরের ব্যবধানে অল্টোর 45 লাখ ইউনিট বিক্রি হয়েছে দেশের বাজারে। এর আগে কোনও গাড়ির ক্ষেত্রেই এমনটা দেখা যায়নি। ভারতে এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক সেগমেন্টে Alto গাড়িটির একাধিক মডেল রয়েছে। দেশে প্রথম Alto লঞ্চ করা হয়েছিল 2000 সালে। তার ঠিক চার বছর পরে 2004 সাল থেকে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে Maruti Suzuki Alto।
অল্টো লাইন-আপের গাড়িগুলিতে ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট পাওয়া উইন্ডো, অটো গিয়ার শিফ্ট (AGS) অপশন, ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম এবং ফ্যাক্টরি-ফিটেড সিএনজি সিস্টেম রয়েছে। এন্ট্রি-লেভেলের হ্যাচব্যাক মার্কেটে এই গাড়িটির মধ্যে দিয়েই ফিচারগুলির উন্মোচন করা হয়েছিল।
মারুতি সুজ়ুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টের সিনিয়র এগজ়িকিউটিভ শশাঙ্ক শ্রীবাস্তব এই উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের জন্য কাস্টমারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও গুরুত্ব দিয়ে বলছেন, অল্টো তার গ্রাহকদের সঙ্গে শক্তিশালী মানসিক সংযোগ স্থাপন করতে পেরেছে, বছরের পর বছর ধরে বিপুল সংখ্যক মানুষের সমর্থন এবং বিশ্বাস অর্জন করেছে। 45 লাখ গ্রাহকের ভালবাসা অর্জন বাজারে ব্র্যান্ডের জনপ্রিয়তা এবং আধিপত্যের প্রমাণ।
শ্রীবাস্তব বলছেন, “অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে বারংবার সেরা পারফর্ম করে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেছে এবং ভারতের অন্যতম পছন্দের গাড়ি হয়েছে।” তিনি দেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান আয়ের স্তরের পরিপ্রেক্ষিতে অল্টোর মতো গাড়ির সম্ভাবনাও তুলে ধরেছেন। তাঁর দাবি, মারুতি সুজুকি ব্র্যান্ডের উত্তরাধিকারের উপর ভিত্তি করে তৈরি করা এই গাড়ি সামনের দিনেও তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে।
Alto পরিবারের এক্কেবারে নতুন সদস্য হল Alto K10। স্টাইলিং থেকে শুরু করে ইন্টিরিয়র স্পেস এবং কম্ফোর্ট- এই সব কিছুর নিরিখে এন্ট্রি-লেভেলের গাড়িটিকে বারেবারে নতুন অবতারে নিয়ে আসে। নতুন মডেলের মধ্যে দিয়ে মারুতি সুজ়ুকি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে চাইছে, যাঁরা কম দাম এবং ভাল ফুয়েল-এফিসিয়েন্সির খোঁজ করেন। Alto K10 গাড়িতে রয়েছে কে-সিরিজ় 1.0L ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন। গাড়িটির টার্নিং রেডিয়াস 4.5 মিটারের এবং স্মার্ট কানেক্টিভিটি ফিচার্স ও স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেইনমেন্ট সাপোর্ট করে।