জনপ্রিয় Suzuki Access 125 স্কুটারের নতুন ভার্সন লঞ্চ, দাম ও ফিচার জেনে নিন

অ্যালয় হুইল সহযোগে Suzuki Access 125 রাইড কানেক্ট এডিশন ডিস্ক ব্রেক ভার্সনটির দাম দেশের বাজারে 90,000 টাকা (এক্স-শোরুম)। অন্য দিকে এই স্কুটারের স্পেশ্যাল এডিশন ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম 85,300 টাকা (এক্স-শোরুম)।

জনপ্রিয় Suzuki Access 125 স্কুটারের নতুন ভার্সন লঞ্চ, দাম ও ফিচার জেনে নিন
Suzuki Access 125 এর নতুন ভ্যারিয়েন্ট হাজির ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 7:44 PM

Suzuki Access 125 স্কুটারটি ভারতে এক সময় ঝড় তুলেছিল। জনপ্রিয় সেই স্কুটারের একটি নতুন মডেল লঞ্চ হয়ে গেল দেশে। স্পেশ্যাল এডিশনটিকে বলা হচ্ছে রাইড কানেক্ট এডিশন। এই লেটেস্ট এডিশনের স্কুটারে টোন পার্ল শাইনিং বেইজ বা পার্ল মিরাজ কালার অপশন রয়েছে। Suzuki Access 125 স্কুটারটি এখন দেশে Suzuki-র সমস্ত ডিলারশিপে পাওয়া যাবে। 4 অগস্ট থেকে এই মডেলটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Suzuki Access 125: নতুন মডেলের দাম কত

অ্যালয় হুইল সহযোগে Suzuki Access 125 রাইড কানেক্ট এডিশন ডিস্ক ব্রেক ভার্সনটির দাম দেশের বাজারে 90,000 টাকা (এক্স-শোরুম)। অন্য দিকে এই স্কুটারের স্পেশ্যাল এডিশন ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম 85,300 টাকা (এক্স-শোরুম)।

Suzuki Access 125: ফিচার্স

Suzuki Access 125 রাইড কানেক্ট এডিশনটি ইক্যুইপ করা রয়েছে ব্লুটুথ এনাবলড্ ডিজিটাল কনসোলের সঙ্গে, যা চালকের স্মার্টফোন এবং স্কুটারের মধ্যে ঝক্কিহীন কানেক্টিভিটি স্থাপন করতে সক্ষম। ফিচার-রিচ এই এডিশনটি টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ অ্যালার্ট ডিসপ্লে, মিসড্ কল, আনরিড এসএমএস অ্যালার্ট, স্পিড এক্সিডিং ওয়ার্নিং, ফোন ব্যাটারি লেভেল ডিসপ্লে এবং এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভ্যাল অফার করে।

এছাড়া অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে প্রিমিয়াম ক্রোম এক্সটার্নাল ফুয়েল রি-ফিলিং লিড, একটি সুপার ব্রাইট এলইডি হেডল্যাম্প, LED পজ়িশন লাইটস এবং অত্যন্ত সুবিধাজনক একটি USB সকেট অফার করছে।

Suzuki Access 125: কালার অপশন

এই নতুন ঝাঁ-চকচকে পার্ল শাইনিং বেইজ বা পার্ল মিরাজ হোয়াইট কালার অপশনের পাশাপাশি স্কুটারটি মেটালিক ডার্ক গ্রিনিশ ব্লু, সলিড আইস গ্রিন, মেটালিক ম্যাট ব্ল্যাক, পার্ল মিরাজ হোয়াইট, গ্লসি গ্রে, মেটালিক রয়্যাল ব্রোঞ্জ এবং ম্যাট ব্লু-র মতো একাধিক কালার অপশনে পাওয়া যাবে।