MG Comet EV ভারতে লঞ্চ করছে 19 এপ্রিল। বহু চর্চিত এই হ্যাচব্যাক নিয়ে বহু দিন ধরেই আলোচনা চলছে। শেষমেশ অপেক্ষার অবসান হতে চলেছে। ZS EV-র পর এটাই MG-র দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি হতে চলেছে ভারতের বাজারে। দীর্ঘ প্রতীক্ষিত লঞ্চের কয়েক প্রহর আগে MG Comet EV সম্পর্কে জরুরি 5 তথ্য জেনে নিন।
1) MG Comet EV: ডাইমেনশন
MG Comet EV একটি দুই দরজার ইলেকট্রিক হ্যাচব্যাক, যার দৈর্ঘ্য 2,974mm এবং প্রস্থ 1,505mm, উচ্চতা 1,631mm। গাড়িটির হুইলবেস 2,010mm। চিন সহ বিশ্বের অন্যান্য দেশের মার্কেটে এই গাড়িটিকে MG Wuling EV নামে বিক্রি করে সংস্থা।
2) MG Comet EV: ইন্টিরিয়র
ইন্টিরিয়রের দিক থেকে MG Comet EV ইক্যুইপ করা রয়েছে ডুয়াল 10.25 ইঞ্চির স্ক্রিনের সঙ্গে। রয়েছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া এই দুই দরজার গাড়িতে দেওয়া হয়েছে ABS সহযোগে EBD, টু-স্পোক স্টিয়ারিং হুইল, ESC ইত্যাদি একাধিক ফিচার।
3) MG Comet EV: ব্যাটারি ও রেঞ্জ
MG Comet EV-তে মনে করা হচ্ছে একটি 20kWh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হবে। একবার চার্জে গাড়িটি 250 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। গাড়ির রিয়ার অ্যাক্সেল প্লেসড ইলেকট্রিক মোটরটি 45 bhp পাওয়ার প্রোডিউস করতে পারবে। একটি AC চার্জারের মাধ্যমে গাড়িটি 8.5 ঘণ্টার ব্যবধানে সম্পূর্ণ রূপে চার্জ করা যাবে।
4) MG Comet EV: কত দাম হতে পারে?
একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, MG Comet EV গাড়িটির দাম ভারতে 10 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।
5) MG Comet EV: প্রতিযোগী কারা?
MG Comet EV ভারতে লঞ্চ হয়ে গেলে তার সঙ্গে জোরদার টক্কর দিতে পারে Tata Tiago EV এবং Citroen eC3 এই ইলেকট্রিক গাড়ি দুটি।