Renault Duster ভারতে ফিরছে Dacia SUV নামে, লুক ও ফিচারে প্রতিযোগীদের কয়েক গোল দিতে প্রস্তুত
Next Generation Duster: প্রথম প্রজন্মের Renault Duster গাড়িটি ভারতে লঞ্চ হয়েছিল 2012 সালে। তারপর প্রায় 10 বছর ধরে ঝোড়ো ব্যাটিং করার পরে কোম্পানি 2022 সালে গাড়িটির প্রোডাকশন বন্ধ করে। সেই গাড়িই আবার নবরূপে, নতুন নামে Dacia SUV হিসেবে 2025 সালে ভারতে আত্মপ্রকাশ করবে।
Renault Duster-এর নতুন মডেল কবে লঞ্চ করবে, তা নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল আগেই। একাধিক বার তৃতীয় প্রজন্ম অর্থাৎ নতুন Renault Duster-এর লুক প্রকাশ্যে এসেছে, ভাইরাল হয়েছে স্পাই শটস। এবার সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন রেনো ডাস্টারের পর্দা উন্মোচিত হবে 29 নভেম্বর। প্রাথমিক ভাবে গাড়িটি পর্তুগালে লঞ্চ করা হবে। তারপর তা ধীরে ধীরে বিশ্বের অন্যান্য প্রান্তে হাজির হবে। তবে এবার গাড়িটির নাম আর Renault Duster থাকছে না। ভারত, ব্রাজ়িল, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে, অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডে এই গাড়িটিই আত্মপ্রকাশ করবে Dacia SUV নামে। সূত্রের খবর, Dacia SUV ভারতের মাটিতে ছুটতে আরও কিছুটা সময় নেবে। 2025 সাল নাগাদ গাড়িটি দেশে ডেবিউ করবে বলে খবর।
Dacia SUV বা নতুন Renault Duster: ইঞ্জিন অপশন
গাড়িটির মোট তিনটি পেট্রল ইঞ্জিন থাকছে। তার মধ্যে একটি ন্যাচেরালি অ্যাসপিরেটেড, দুটি টার্বো এবং নো ডিজ়েল অপশন। ডাস্টার গাড়িটিতে 1 লিটারের টার্বো, যার আউটপুট 108bhp, 118bhp 1.2 লিটারের হাইব্রিড এবং 1.3 লিটারের টার্বো ফ্লেক্স ইঞ্জিন থাকছে। তবে এই গাড়িটির কোনও অল-হুইল-ড্রাইভ ভার্সন থাকবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।
Dacia SUV বা নতুন Renault Duster: দুটি সিটের অপশন
আগের মতোই এই নতুন মডেলটিও ফাইভ-সিটার হতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্ট থেকেজানা গিয়েছে, এই Dacia/Renault-এর একটি সেভেন সিটার অপশনও থাকবে। খুব সম্ভবত তার নাম হতে পারে Bigster। এই কনসেপ্ট এসইউভি প্রথম বার দেখানো হয়েছিল 2021 সালে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বিগস্টার সেভেন সিটার গাড়িটি 4.6 মিটার লম্বা C-সেগমেন্ট SUV হতে চলেছে।
শক্তপোক্ত ডিজ়াইনের Dacia/Renault SUV
গাড়িটির ওল্ড-স্কুল ডিজ়াইনই ধরে রাখা হচ্ছে। তবে, রাফ অ্যান্ড টাফ রাস্তার কথা মাথায় রেখে গাড়িটি আগের তুলনায় আরও শক্তপোক্ত করা হচ্ছে। SUV-র বনেট আগের থেকে অনেকটাই বড় করা হচ্ছে। থাকছে বুলিশ স্কোয়্যারিশ হুইল আর্ক, বেশ বড় স্কিড প্লেট। নতুন ডাস্টার বাজারে একবার এসে গেলে তা টক্কর দেবে হুন্ডাই ক্রেটা, কিয়া সনেট, মারুতি সুজ়ুকি গ্র্যান্ড ভিটারা, স্কডা কুশাক, ফোক্সভাগেন তাইগান এবং টয়োটা আরবান ক্রুজ়ার হাইরাইডারের সঙ্গে।
ভারতে ডাস্টারের ইতিহাস
প্রথম প্রজন্মের Renault Duster গাড়িটি ভারতে লঞ্চ হয়েছিল 2012 সালে। তারপর প্রায় 10 বছর ধরে ঝোড়ো ব্যাটিং করার পরে কোম্পানি 2022 সালে গাড়িটির প্রোডাকশন বন্ধ করে। সেই গাড়িই আবার নবরূপে, নতুন নামে Dacia SUV হিসেবে 2025 সালে ভারতে আত্মপ্রকাশ করবে।