S1 Air লঞ্চ হতেই বন্ধ হয়ে গেল জনপ্রিয় এই OLA ইলেকট্রিক স্কুটার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 30, 2023 | 1:19 PM

Ola S1 Discontinued: এবার থেকে বাজারে কেবলই Ola S1 Air এবং S1 Pro এই স্কুটার দুটিই তৈরি এবং বিক্রয় করবে ওলা ইলেকট্রিক। প্রসঙ্গত, S1 Air ইলেকট্রিক স্কুটারের পারচেজ় উইন্ডো খুলে গিয়েছে S1 কমিউনিটি এবং রিজ়ার্ভারদের জন্য।

S1 Air লঞ্চ হতেই বন্ধ হয়ে গেল জনপ্রিয় এই OLA ইলেকট্রিক স্কুটার
বন্ধ হচ্ছে Ola S1 এর প্রোডাকশন।

Follow Us

Ola Electric সম্প্রতি তার সবথেকে সস্তার ই-স্কুটার S1 Air এর বুকিং শুরু করেছে। এখন নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে না করতেই সংস্থা তার পুরাতন একটি মডেল বন্ধ করে দিল। তার নাম Ola S1। অর্থাৎ, এবার থেকে বাজারে কেবলই Ola S1 Air এবং S1 Pro এই স্কুটার দুটিই তৈরি এবং বিক্রয় করবে ওলা ইলেকট্রিক। প্রসঙ্গত, S1 Air ইলেকট্রিক স্কুটারের পারচেজ় উইন্ডো খুলে গিয়েছে S1 কমিউনিটি এবং রিজ়ার্ভারদের জন্য। এই লেটেস্ট ই-স্কুটারে রয়েছে একটি 3 kWh ব্যাটারি প্যাক। একচার্জে এই নতুন স্কুটারটি 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। ব্যাটারি প্যাকটি একবার চার্জ হতে মাত্র 5 ঘণ্টা সময় নেয়।

Ola S1 Air ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে একটি হাব মোটর, যার সর্বাধিক আউটপুট 4.5 kW। মাত্র 3.3 সেকেন্ডের মধ্যে ইলেকট্রিক স্কুটারটি 0-40 kmph গতিতে অ্যাক্সিলারেট করতে পারে। অন্য দিকে স্কুটারটি 60 kmph গতিতে অ্যাক্সিলারেট করতে সময় নেয় মাত্র 5.7 সেকেন্ড। মোট তিনটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারের- ইকো, নর্মাল এবং স্পোর্টস।

ফিচার্সের দিক থেকে স্কুটারটিতে রয়েছে ক্রুজ় কন্ট্রোল, একটি টাচস্ক্রিন ক্লাস্টার যেখানে রাইডাররা একাধিক তথ্য দেখে নিতে পারবেন এবং সেখান থেকেই একাধিক জরুরি ফিচার্সও ব্যবহার করে নিতে পারবেন। অন্যান্য ফিচারের মধ্যে S1 Air ই-স্কুটারে রয়েছে প্রক্সিমিটি আনলক, কল অ্যালার্ট, পার্টি মোড, নেভিগেশন, ভ্যাকেশন মোড, ডিজিটাল কী, ডকুমেন্ট স্টোরেজ, প্রোফাইল এবং মোড। স্কুটারের দাম অন্যান্য মডেলের থেকে কম করা হয়েছে স্ক্রিন রেজ়োলিউশন 800X840 করার মধ্যে দিয়ে।

Ola S1 Air ইলেকট্রিক স্কুটারে ফ্ল্যাট ফ্লোরবোর্ড দেওয়া হয়েছে, যা স্কুটারটিকে S1 Pro এর তুলনায় আরও প্র্যাক্টিক্যাল করে তুলেছে। এছাড়া গ্র্যাব হ্যান্ডেলটি এখন মেটাল দ্বারা নির্মিত সিঙ্গেল-পিস ইউনিটের। স্কুটারটির আন্ডারসিট স্টোরেজ 34 লিটারের।

ব্রেকিং ডিউটির জন্য স্কুটারের সামনে এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক। সাসপেনশন ডিউটির জন্য এই স্কুটারের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল-শক অ্যাবসর্বারও দেওয়া হয়েছে। অন্য দিকে স্কুটারের অ্যালয় হুইল রিপ্লেস করছে স্টিল হুইল।

Next Article