Tata Motors থেকে শুরু করে Volvo, Audi; অগাস্টেই ভারতের বাজারে আসছে এই 5 গাড়ি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 29, 2023 | 8:30 PM

Upcoming Cars In August: Tata Motors একটি CNG পাওয়ারট্রেন সহ পাঞ্চ আনবে এবং Toyota Maruti Suzuki Ertiga-এর অধীনে Rumion MPV লঞ্চ করতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

Tata Motors থেকে শুরু করে Volvo, Audi; অগাস্টেই ভারতের বাজারে আসছে এই 5 গাড়ি

Follow Us

বছরের শুরু থেকেই ভারতীয় বাজারে একের পর এক নতুন গাড়ি লঞ্চ হয়েছে। সেই মতোই চলতি বছরের অগাস্টে অনেক নতুন গাড়ি লঞ্চ হতে চলেছে। এর মধ্যে বেশিরভাগই বিলাসবহুল সেগমেন্টের মডেল। Tata Motors একটি CNG পাওয়ারট্রেন সহ পাঞ্চ আনবে এবং Toyota Maruti Suzuki Ertiga-এর অধীনে Rumion MPV লঞ্চ করতে চলেছে। বিলাসবহুল সেগমেন্টে মার্সিডিজ-বেঞ্জ, ভলভো এবং Audi তাদের নতুন মডেল লঞ্চ করবে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

টাটা পাঞ্চ সিএনজি:

2023-এর শুরুর দিকে অটো এক্সপোতে টাটা মোটরস প্রথম পাঞ্চ সিএনজি-এর একটি লুক সবার সামনে এনেছিল। এতে একটি 1.2-লিটার, তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন সহ একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে। পেট্রোলে এটি 86hp এবং 113Nm আউটপুট দেওয়া হয়েছে। আর CNG মোডে এটি 77hp এবং 97Nm আউটপুট দেয়।

মার্সিডিজ-বেঞ্জ জিএলসি দ্বিতীয় ভার্সন:

Mercedes-Benz India দ্বিতীয় প্রজন্মের GLC SUV লঞ্চ করবে। এটি GLC 300 পেট্রোল এবং GLC 220d ডিজেল ভ্যারিয়েন্টে বাজারে আসবে। উভয়েই মার্সিডিজের 4ম্যাটিক অল-হুইল ড্রাইভ সিস্টেম থাকবে। 2.0-লিটার ইঞ্জিন দেওয়া হবে। এই SUV-এর ভিতরটি অনেকটা নতুন C-Class-এর মতো, যাতে রয়েছে ডুয়াল স্ক্রিন, একটি 12.3-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি 11.9-ইঞ্চি পোর্ট্রেট-ওরিয়েন্টেড টাচস্ক্রিন।

অডি Q8 ই-ট্রন (Audi Q8 e-tron):

Audi India সম্প্রতি ভারতে তাদের Q8 ই-ট্রন চালু করেছে। এটি ফেসলিফটেড অডি ই-ট্রন এসইউভি। Q8 ই-ট্রন-এ একটি 95kWh এবং 114kWh ব্যাটারি প্যাক থাকবে। বড় ব্যাটারি একবার চার্জে 600 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির মতে, Q8 ই-ট্রন 170kW ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

টয়োটা রুমিয়ান:

Maruti Suzuki Ertiga উপর ভিত্তি করে টয়োটা, রুমিয়ান এমপিভি বাজারে আনতে চলেছে। এটি ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বাজারে বিক্রি শুরু হয়ে গিয়েছে। এতে 103hp/137Nm আউটপুট সহ একটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন থাকবে, যা একটি 5-স্পিড ম্যানুয়াল বা একটি 6-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হবে।

Volvo C40 রিচার্জ:

Volvo, যেটি ভারতীয় বাজারে তার দ্বিতীয় EV লঞ্চ করতে প্রস্তুত। C40 রিচার্জ দেখতে অনেকটা XC40 রিচার্জের মতোই। উভয় ইভির ভিতরে একই লেআউট রয়েছে। উভয়েই একটি 9.0-ইঞ্চি পোর্ট্রেট টাচস্ক্রিন রয়েছে। এটি 408hp শক্তি এবং 660Nm টর্ক উৎপন্ন করে। এটি 530 কিলোমিটারের একটি WLTP সাইকেল রেঞ্জ দেবে বলে কোম্পানির দাবি।

 

Next Article