Ola S1 Air এর বুকিং উইন্ডো খুলতেই যেন ঝড় উঠল। কোম্পানির সিইও ভাবিশ আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় জানালেন, পারচেজ় উইন্ডো খোলার আধ ঘণ্টার মধ্যেই 1,000 ইউনিট বুক হয়ে যায় এই ই-স্কুটারের। আর ঠিক তিন ঘণ্টা অতিবাহিত হতে না হতেই আগরওয়াল আর একটি পরিসংখ্যান শেয়ার করে জানালেন, বুকিংয়ের সংখ্যা 3,000 ছাপিয়ে গিয়েছে।
এর আগে ওলা ইলেকট্রিক তার S1 Air স্কুটারের পারচেজ় ইউনিট মাত্র একদিনের জন্য খুলেছিল কেবল সংস্থার কমিউনিটি সদস্যদের জন্য। গত 27 জুলাই ভাবিশ আগরওয়াল একটি লাইভ ওয়েবকাস্টে ঘোষণা করেন, অফিসিয়ালি ইলেকট্রিক স্কুটারটির পারচেজ় উইন্ডো খুলে যাচ্ছে 28 জুলাই অর্থাৎ শুক্রবার থেকে।
Ola S1 Air ইলেকট্রিক স্কুটারটি তৈরি করা হয়েছে সেই প্ল্যাটফর্মেই যাতে S1 Pro তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত এটিই ওলা ইলেকট্রিকের সবথেকে সস্তার স্কুটার। তবে দাম কম করা হয়েছে কিছু ফিচার্স কাটছাঁট করার ফলেই। স্কুটারটিতে রয়েছে একটি ছোট 3 kWh ব্যাটারি প্যাক। এক চার্জে এই ইলেকট্রিক স্কুটার 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। S1 Air-এ পাওয়ারের জন্য রয়েছে একটি 4.5 kW হাব মোটর (6 bhp)। ওলা ইলেকট্রিকের তরফে দাবি করা হচ্ছে, S1 Air মডেলটি মাত্র 3.3 সেকেন্ডের মধ্যেই 0-40 kmph এ স্প্রিন্ট করতে পারে। S1 Air স্কুটারের সর্বাধিক স্পিড 90 কিলোমিটার প্রতি ঘণ্টা।
Ola S1 Air টক্কর দিতে পারে Ather 450S এবং TVS iQube সহ আরও একাধিক ইলেকট্রিক স্কুটারের সঙ্গে। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সহযোগে অফার করা হচ্ছে এই ই-স্কুটার। সেই সঙ্গে আবার স্কুটারের পিছনে রয়েছে টুইন শক অ্যাবসর্বার এবং ড্রাম ব্রেক। নতুন S1 Air ইলেকট্রিক স্কুটারে দুর্ধর্ষ একটি নিয়ন গ্রিন পেইন্ট স্কিম এবং একটি ইউটিলিটেরিয়ান গ্র্যাব রেইল দেওয়া হয়েছে।
স্কুটারটি গত বছরই ঘোষণা করা হয়েছিল। তবে তার ডেলিভারি শুরু হবে চলতি বছরের অগস্ট মাসে। আগে থেকেই এই ইলেকট্রিক স্কুটার যাঁরা বুক করে রেখেছিলেন, তাঁদের জন্য থাকছে সরাসরি 10,000 টাকার ছাড়। এমনিতে ই-স্কুটারটির দাম 1.19 লাখ টাকা হলেও ইন্ট্রোডাক্টারি অফারে তা পাওয়া যাবে মাত্র 1.09 লাখ টাকায়।