Latest Electric Scooter: ভারতে এই মুহূর্তে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা তুঙ্গে। নামজাদা দু-চাকা নির্মাতারা যেমন তাদের ইলেকট্রিক স্কুটার বা বাইক লঞ্চ করার তোড়জোড় শুরু করে দিয়েছে। তেমনই আবার দেশে একাধিক স্টার্ট-আপও পাল্লা দিয়ে তাদের ই-স্কুটার, ই-বাইকগুলিকে বাজারে নামাচ্ছে। সেরকমই একটি স্টার্ট-আপের নাম Enigma Automobiles। মধ্যপ্রদেশের এই ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি দেশের বাজারে ফের একটি নতুন মডেল লঞ্চ করে দিল, যার নাম Ambier N8। এই ই-স্কুটারের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার রেঞ্জ। এক চার্জে এই ইলেকট্রিক স্কুটারটি 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। তার থেকেও বড় কথা হল, ইলেকট্রিক স্কুটারটি চার্জ হতে সময় নেয় মাত্র 2-4 ঘণ্টা।
Enigma Ambier N8: দাম কত
Ambier N8 ইলেকট্রিক স্কুটারের দাম 1,05,000 টাকা থেকে 1,10,000 টাকার মধ্যে। এই দাম অবশ্যই এক্স-শোরুমের। তবে ই-স্কুটারটির দাম নির্ভর করবে আপনি কোন এলাকায় বসবাস করেন, তার উপরে। গ্রে, হোয়াইট, ব্লু, ম্যাট ব্ল্যাক এবং সিলভার এই পাঁচটি রঙে আপনি পেয়ে যাবেন ই-স্কুটারটি।
Enigma Ambier N8: ফিচার ও স্পেসিফিকেশন
Ambier N8 ই-স্কুটারে ব্যবহৃত হয়েছে একটি 1500 ওয়াট মোটর, যার সর্বাধিক গতি 45 kmph থেকে 50 kmph এর মধ্যে। স্কুটারের লোড ক্যাপাসিটি 200 kg, এমনটাই জানাচ্ছে Enigma। 26 লিটারের বুট ক্যাপাসিটি অফার করছে এই Ambier N8 ইলেকট্রিক স্কুটার। একাধিক অ্যাপ কানেক্ট ফিচার্সও রয়েছে। তার জন্য আপনাকে ফোনে ENIGMA ON Connect ডাউনলোড করে রাখতে হবে।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা আনমোল বোহরে বলছেন, “Ambier N8 লঞ্চ করার সঙ্গে আমরা Enigma Automobiles-এ ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান উদ্বেগের সমাধান করতে পেরে গর্বিত: তা হল রেঞ্জ। একক চার্জে 200 কিলোমিটারের একটি চিত্তাকর্ষক রেঞ্জ ক্লক করে এই Ambier N8, যা রাইডারদের এই স্কুটার নিয়ে বাইরে বেরিয়ে চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্তি দিতে পারে।”
তিনি আরও যোগ করে বললেন, “আমি আমাদের ইঞ্জিনিয়রদের দল এবং আমাদের নিবেদিত কর্মীদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁদের প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রমের ফলেই অ্যাম্বিয়ার N8 লঞ্চ করা সম্ভব হয়েছে। আমাদের মূল্যবান গ্রাহকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, যাদের প্রতিক্রিয়া এবং সমর্থন আমাদের ক্রমাগত উন্নতি করতে ও নতুন পণ্য আনতে অনুপ্রাণিত করেছে। তাঁদের আস্থা এবং উৎসাহের মাধ্যমেই আমরা ব্যতিক্রমী গতিশীলতার সমাধান তাঁদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।”