Ola Electric তার নতুন ইলেকট্রিক স্কুটারের পর্দা উন্মোচন করতে চলেছে। ওলা-র ই-স্কুটার লাইনআপের সেই মডেলটি সবথেকে সস্তার হতে চলেছে, যার নাম Ola S1 Air। গত বছরই এই ইলেকট্রিক স্কুটারের ঘোষণা করা হয়েছিল। 28 জুলাই সেই Ola S1 Air ই-স্কুটার অফিসিয়ালি লঞ্চ করছে। তবে এই স্কুটারের পাশাপাশি শুক্রবার আরও কোনও ঘোষণা ওলা ইলেকট্রিকের তরফে আসতে পারে বলে খবর। ইতিমধ্যেই এই Ola S1 Air সম্পর্কিত একাধিক তথ্য সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার, 28 জুলাই অফিসিয়াল লঞ্চের আগে ওলার এই নতুন ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ, ফিচার্স, ব্যাটারি সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Ola S1 Air: ব্যাটারি প্যাক ও রেঞ্জ
S1 Air ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে একটি 3 kWh ব্যাটারি প্যাক। সংস্থাটি দাবি করছে, এক চার্জে এই স্কুটার 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। যদিও স্কুটারের চার্জিং সংক্রান্ত খুটিনাটি তথ্য সংস্থার তরফে জানানো হয়নি। অর্থাৎ ই-স্কুটারটি ওলার হাইপারচার্জার নেটওয়ার্কে কাজ করবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত।
Ola S1 Air: ইলেকট্রিক মোটর
প্রাথমিকভাবে গত বছর যখন এই ইলেকট্রিক স্কুটার ঘোষণা করা হয়েছিল তখন বলা হয়েছিল এতে একটি 2.7 kW মোটর থাকবে। তবে ওলা তা 4.5 kW ইউনিটে আপগ্রেড করছে। Ola S1 এবং S1 Pro এই দুই স্কুটারে যেমন বেল্ট ড্রাইভ রয়েছে, এই S1 Air স্কুটারে তার পরিবর্তে থাকছে হাব মোটর। এই মোটর থাকার ফলে স্কুটারটির দাম অপেক্ষাকৃত কম হয়েছে। পাশাপাশি হাব মোটর থাকার ফলে টায়ার পাংচার থেকে শুরু করে টায়ার বদলানোর কাজটিও ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায়।
Ola S1 Air: দাম ও ডেলিভারি
Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 1.09 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। যদিও প্রাথমিক ভাবে ইন্ট্রোডাক্টারি অফারের কারণে এই দাম কম রাখা হয়েছে। অফার শেষ হয়ে গেলেই স্কুটারের দাম হয়ে যাবে 1.19 লাখ টাকা (এক্স-শোরুম)। গত বছরই ওলা ইলেকট্রিক ঘোষণা করেছিল যে, Ola S1 Air ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে অগস্ট থেকে।
Ola S1 Air: হার্ডওয়্যার
এই ইলেকট্রিক স্কুটারের দাম কমানোর জন্য একাধিক কাজ করেছে ওলা ইলেকট্রিক। সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবসর্বার দেওয়া হচ্ছে। S1 এবং S1 Pro এই দুটি স্কুটারে যেখানে অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে, সেই জায়গায় S1 Air-এ থাকছে স্টিল হুইল। এছাড়া স্কুটারটিতে ডিস্ক ব্রেকের পরিবর্তে থাকছে ড্রাম ব্রেক।
Ola S1 Air: প্রতিদ্বন্দ্বী
দাম ও ফিচারের দিক থেকে Ola S1 Air ইলেকট্রিক স্কুটার টক্কর দেবে TVS iQube এর সঙ্গে। এছাড়া আর Ather 450S স্কুটারটিও অগস্টে লঞ্চ করা হবে। তার সঙ্গেও প্রতিযোগিতায় নামার ক্ষমতা রয়েছে Ola S1 Air এর।