Ola E-Scooter Subscription: না কিনলেও আপনার সর্বক্ষণের সঙ্গী হতে পারে Ola ই-স্কুটার, অবাক করা প্ল্যান

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 29, 2022 | 1:12 PM

Ola Electric Subscriptions: S1 স্কুটার লাইন-আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি হল দ্রুত-চার্জিং ক্ষমতা। ই-স্কুটারগুলি মাত্র 15 মিনিটে প্রায় 50km রেঞ্জ সংগ্রহ করতে পারে।

Ola E-Scooter Subscription: না কিনলেও আপনার সর্বক্ষণের সঙ্গী হতে পারে Ola ই-স্কুটার, অবাক করা প্ল্যান
না কিনলেও আপনার সঙ্গী হতে পারে ওলার ইলেকট্রিক স্কুটার।

Follow Us

Ola S1 Pro Update: ওলা ইলেকট্রিক (Ola Electric) শীঘ্রই তাদের গ্রাহকদের জন্য় সাবস্ক্রিপশন প্ল্যানে বৈদ্যুতিক স্কুটার (Electric scooter) আনতে চলেছে। সাবস্ক্রিপশন প্ল্যানটি হব আপনি কয়েক সপ্তাহ স্কুটারটি নিজের কাছে রেখে চালাতে পারবেন। আপনাকে আর লক্ষাধিক টাকা খরচ করে কিনতে হবে না ই-স্কুটার। সম্প্রতি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল এ কথা বলেছেন। তিনি এ বিষয়ক টুইটারে একটি ভোটগ্রহণ পর্ব চালু করেছিলেন। ফলাফলে দেখা যায় 77 শতাংশ অর্থাৎ 8,500-এরও বেশি গ্রাহক সাবস্ক্রিপশন সহ ওলার ইলেকট্রিক স্কুটার আনার পক্ষে ছিলেন। বাকিরা বিপক্ষে ভোট দিয়েছেন।

এই প্রসঙ্গে ভাবিশ আগারওয়াল বলেন, “ আমরা আগে গ্রাহকদের কথা ভাবি। আমরা কেবলমাত্র ম্যানুফ্যাকচারিং ফার্ম নই। দেখা গিয়েছে আমাদের বেশিরভাগ ক্রেতা সাবস্ক্রিপশন ভিত্তিক মডেলটায় আগ্রহী। তাই গ্রাহকদের কথা ভেবে এটি আনবো। 2025-এর মধ্যে ভারতীয়রা যাতে আইসিই যানবাহন না কেনে, OLA সেই চেষ্টা করছে। OLA S1 (Electric Scooter)-এর স্কুটারগুলি পরবর্তী বছরের মধ্যে Honda Activa-এর বিক্রিকে ছাপিয়ে যাবে। S1 স্কুটার লাইন-আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি হল দ্রুত-চার্জিং ক্ষমতা।” OLA দাবি করেছে যে S1 ই-স্কুটারগুলি মাত্র 15 মিনিটে প্রায় 50km রেঞ্জ সংগ্রহ করতে পারে।

তিনি আরও বলেন, 2023-এর মধ্যে তারা তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে লিথিয়াম আয়ন সেল উৎপাদনের জন্য একটি নতুন কারখানা গড়ে তুলবে। আবার 2023 সালে OLA ইলেকট্রিক বাইক লঞ্চের পরিকল্পনা করছে। প্রাথমিক পর্যায়ে যার সক্ষমতা হবে 5 গিগাওয়াট।

অন্য়দিকে, ওলা ইলেকট্রিক ঘোষণা করেছে যে তার MoveOS 3.0 আপডেটটি 28 ডিসেম্বর থেকে গ্রাহকদের জন্য উপলব্ধ করা হবে। MoveOS 3 আপডেটটিতে হিল-হোল্ড অ্যাসিস্ট, মুড, প্রক্সিমিটি অ্যালার্ট এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের মতো ফিচার রয়েছে।

 

Next Article