Ola S1X ইলেকট্রিক স্কুটার আসছে 15 অগস্ট, দাম 1 লাখ টাকারও কম

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 09, 2023 | 4:26 PM

15 অগস্ট দেশে আর একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে সংস্থাটি, যার নাম Ola S1X। এই মডেলটির দাম বেশ কম হতে চলেছে, S1 Air এর থেকেও কম। লাখ টাকারও কম দামে নিয়ে আসা হচ্ছে Ola S1X ই-স্কুটারটি।

Ola S1X ইলেকট্রিক স্কুটার আসছে 15 অগস্ট, দাম 1 লাখ টাকারও কম
Ola S1X নামক নতুন ইলেকট্রিক স্কুটার আসছে বাজারে...

Follow Us

Ola Electric সম্প্রতি দেশের বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে, যার নাম Ola S1 Air। পাশাপাশি সংস্থাটি তার এক্কেবারে প্রথম ই-স্কুটার Ola S1 বাজার থেকে তুলেও নিয়েছে। এদিকে 15 অগস্ট দেশে আর একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে সংস্থাটি, যার নাম Ola S1X। এই মডেলটির দাম বেশ কম হতে চলেছে, S1 Air এর থেকেও কম। ওলা ইলেকট্রিকের প্রোফাইলে এটিই হতে চলেছে এন্ট্রি-লেভেলের তথা সবথেকে কম দামি স্কুটার। 1 লাখ টাকারও কম দামে নিয়ে আসা হচ্ছে Ola S1X ই-স্কুটারটি।

এই Ola S1X ইলেকট্রিক স্কুটারে দেওয়া হচ্ছে নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম। মনে করা হচ্ছে, S1 Air এর মতোই একই আন্ডারপিনিং দেওয়া হবে Ola S1X-এও। তবে প্ল্যাটফর্ম আলাদা হলেও চাকা থেকে শুরু করে সাসপেনশন কম্পোনেন্ট এবং হার্ডওয়্যার কম্পোনেন্টগুলি Ola S1 Air এর মতোই হতে চলেছে বলে খবর। তার ফলে ওলা ইলেকট্রিকের ডেভেলপমেন্ট খরচা অনেকটাই কমবে।

Ola S1X ই-স্কুটারের সামনে থাকতে পারে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন গ্যাস-চার্জড শক অ্যাবসর্বার দেওয়া হতে পারে। ব্রেকিং ডিউটির জন্য S1X-এর সামনে ও পিছনে ড্রাম ব্রেক দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আবার থাকছে কম্বি-ব্রেকিং সিস্টেমও। অ্যালয় হুইলের পরিবর্তে এই স্কুটারে থাকতে পারে স্টিল হুইল।

S1 Air এর মতো একই হেডল্যাম্প দেওয়া হচ্ছে এই Ola S1X-এও, যাতে LED ডেটাইম রানিং ল্যাম্প এবং প্রজেক্টর সেটআপ রয়েছে। স্কুটারের রিয়ার টেইল ল্যাম্প ডিজ়াইনও একই হতে চলেছে। আসলে, Ola Electric এর এই মুহূর্তে পরিকল্পনা হল ইলেকট্রিক ভেহিকলের একটি পরিবার তৈরি করা। তাতে প্রত্যেকটি ই-স্কুটারেরই ডিজ়াইনে সেরকম পরিবর্তন দেখা যাবে। ফারাক থাকবে মূলত তাদের ব্যাটারি এবং রেঞ্জে।

Ola S1X এর ফিচার লিস্টও অনেকাংশে S1 Air এর মতোই হতে চলেছে। এমন একটি স্ক্রিন দেওয়া হতে পারে, যার রেজ়োলিউশন S1 Pro এর থেকে কম। স্কুটারের বেসিক তথ্যগুলি সেই স্ক্রিন থেকেই দেখে নেওয়া যাবে। এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি যে, নেভিগেশনের মতো ফিচার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ইন্টারনেট কানেক্টিভিটি এই ই-স্কুটারে থাকছে কি না।

Next Article