Olectra Hydrogen Bus: ভারতে এবার হাইড্রোজেন বাসও এসে গেল। Olectra Greentech Ltd নামক একটি সংস্থা সেই হাইড্রোজেন বাসটি তৈরি করেছে। এই ওলেকট্রা গ্রিনটেক আসলে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার্সের একটি সহায়ক সংস্থা। দেশের বাজারে পরবর্তী স্তরের পরিবহন ব্যবস্থা অফার করতে Reliance-এর সঙ্গে প্রযুক্তিগত চুক্তি করেছে Olectra।
দেশের পাবলিক ট্রান্সপোর্টেশনের দিক থেকে এই হাইড্রোজেন বাসটি একটি পুরোদস্তুর কার্বন-মুক্ত বিকল্প হতে চলেছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, প্রাকৃতিক সম্পদ যেভাবে দেশে অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে এবং বায়ুদূষণ ও কার্বন নির্গমণ যেভাবে পরিবেশকে প্রভাবিত করছে, তাতে হাইড্রোজেন চালিত বাসের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বেড়েছে।
লুকের দিক থেকে বাসটি অনবদ্য। 12 মিটারের লো-ফ্লোরের এই বাসে এমনই সিট ক্যাপাসিটি রয়েছে, যা কাস্টমাইজ় করা যাবে। প্যাসেঞ্জার এবং ড্রাইভারের জন্য সিট মিলিয়ে ক্যাপাসিটি 32 থেকে 49-এর মধ্যে করা হয়েছে। সিঙ্গেল হাইড্রোজেন ফিল তথা একবার হাইড্রোজন ভরার পর বাসটি 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। রিফুয়েলিংয়ের প্রক্রিয়াটি মাত্র 15 মিনিট সময় নেয়।
কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ ভারত সরকারকে তার কার্বন-মুক্ত হাইড্রোজেন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে। হাইড্রোজেন বাস টেলপাইপ নির্গমন হিসাবে শুধুমাত্র জল উৎপন্ন করে। পুরানো ডিজ়েল এবং পেট্রল সিস্টেমগুলিকে পর্যায়ক্রমে সরিয়ে এই সবুজ বাসগুলি দিয়ে প্রতিস্থাপন করার জন্য এটি অনন্য পরিকল্পনা।
সিস্টেমের দিক থেকে বাসের উপরে টাইপ-4 হাইড্রোজেন সিলিন্ডার স্থাপন করা হয়েছে। সিলিন্ডারগুলি -20 ডিগ্রি এবং +85 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সহ্য করতে পারে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে এই হাইড্রোজেন বাস চালু করা হবে।