Olectra Electric Buses: বড় সাফল্য! তেলঙ্গানায় TSRTC-র কাছ থেকে 550 ইলেকট্রিক বাসের বরাত পেল Olectra

মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার্স লিমিটেডের সাবসিডিয়ারি সংস্থা Olectra Greentech-এর মুকুটে নয়া পালক। সংস্থাটি দক্ষিণ ভারতে 550টি ইলেকট্রিক বাসের বরাত পেয়েছে।

Olectra Electric Buses: বড় সাফল্য! তেলঙ্গানায় TSRTC-র কাছ থেকে 550 ইলেকট্রিক বাসের বরাত পেল Olectra
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 7:33 PM

Electric Bus: মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার্স লিমিটেডের সাবসিডিয়ারি সংস্থা Olectra Greentech-এর মুকুটে নয়া পালক। সংস্থাটি দক্ষিণ ভারতে 550টি ইলেকট্রিক বাসের বরাত পেয়েছে। তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে সংস্থাটিকে এই সিঙ্গেল অর্ডার দেওয়া হয়েছে। তেলঙ্গানার বৈদ্যুতিক গতিশীলতার দিক থেকে এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে, যা সে রাজ্যের গ্রিন পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য অত্যাবশ্যক ছিল।

Olectra Greentech লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মিস্টার কে. ভি. প্রদীপ বলছেন, “আমরা TSRTC থেকে 50টি স্ট্যান্ডার্ড ফ্লোর 12-মিটার ইন্টারসিটি কোচ ই-বাস এবং 500টি লো ফ্লোর 12-মিটার ইন্ট্রাসিটি ই-বাস সরবরাহ করার অর্ডার জিতেছি। টেকসই এবং অর্থনৈতিক দিক থেকে বৃহৎ মাপের গণপরিবহনের লক্ষ্যে TSRTC-এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত। এই রাজ্যে পর্যায়ক্রমে ই-বাস সরবরাহ করা হবে খুব শীঘ্রই। Olectra-র পিওর ই-বাসগুলি হায়দরাবাদ শহরের শব্দদূষণ কমাবে এবং কার্বন নির্গমনের মাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।”

Olectra Electric Bus

2019 সালের মার্চ মাস থেকে TSRTC-র সঙ্গে জুটি বাঁধে Olectra। সে সময় সংস্থাটিকে 40টি ইলেকট্রিক বাসের বরাত দেওয়া হয়েছিল। এই বাসগুলি বিমানবন্দর থেকে হায়দরাবাদের বিভিন্ন গন্তব্যে চলাচল করছে। এখন 2023 সালের মার্চ মাসে TSRTC-র সঙ্গে নতুন করে অংশীদারিত্বে 550টি ই-বাসের বরাত মিলেছে বলে জানিয়েছেন মিস্টার প্রদীপ।

ইন্টারসিটি কোচের 50টি ইলেকট্রিক বাস তেলঙ্গানার হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার মধ্যে চলাচল করবে। ই-বাসগুলি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এক চার্জে 325 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। অন্য দিকে ইন্টারসিটি সেগমেন্টের বাকি 500টি ই-বাস হায়দরাবাদের মধ্যেই চলবে। প্রতিটি বাসই একবার চার্জে 225 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এই ইলেকট্রিক বাসগুলি পরিচালনার জন্য শহরে মোট পাঁচটি ডিপো বরাদ্দ করেছে TSRTC।

Olectra E-Buses

মিস্টার প্রদীপ দাবি করেছেন, “Olectra-র ইলেকট্রিক বাসগুলি পরিবহন কর্পোরেশনের অপারেটিং খরচ অনেকটাই কমিয়ে দেবে। সেরার সেরা কর্মক্ষমতা নিশ্চিত করতে বাসগুলিকে ফাস্ট চার্জিং স্টেশনে চার্জ করা হবে। অনেক যাত্রীর বসার জায়গা এবং সেগুলি চালানোর জন্য কম খরচ, ওলেকট্রার ইলেকট্রিক বাসগুলিকে পরিবহনের ক্ষেত্রে শ্রেষ্ঠ অপশন করে তুলবে।”

TSRTC চেয়ারম্যান, বিধায়ক বাজিরেডি গোবর্ধনের কথায়, “একটা বিষয় পরিষ্কার যে, পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক বাস নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। TSRTC আগামী দুই বছরে রাজ্য জুড়ে 3,400টি বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা করেছে।” অন্য দিকে MD VC Sajjanar, IPS বলেছেন, “TSRTC আশা করছে, 2025 সালের মার্চের মধ্যে হায়দরাবাদ জুড়ে বৈদ্যুতিক বাসগুলি ব্যাপকভাবে চালু করা হবে এবং আমরা তা নিয়ে কাজও করছি। প্রথম পর্যায়ে আমরা GCC-এর অধীনে 550টি Olectra ই-বাস নামাতে চলেছি। পর্যায়ক্রমে ইলেকট্রিক বাসগুলি ব্যবহার করা হবে।”