AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OSM LUCE E-Scooter: ছকভাঙা লুকের ই-স্কুটার LUCE নিয়ে আসছে OSM, দাম মাত্র 75,000 টাকা, রেঞ্জ 150 Km

OSM LUCE ইলেকট্রিক স্কুটারটির সর্বাধিক স্পিড হতে পারে 140 কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্য দিকে এক চার্জে স্কুটারটি 100-150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। জানা গিয়েছে, এই ই-স্কুটার অন্তত পাঁচ থেকে ছয়টি ভ্যারিয়েন্ট এবং ঠিক ততগুলিই কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

OSM LUCE E-Scooter: ছকভাঙা লুকের ই-স্কুটার LUCE নিয়ে আসছে OSM, দাম মাত্র 75,000 টাকা, রেঞ্জ 150 Km
অনবদ্য লুকের ইলেকট্রিক স্কুটার আসছে।
| Edited By: | Updated on: May 14, 2023 | 4:24 PM
Share

Electric Scooter News: এমন স্কুটার ভারত আগে কখনও দেখেনি, ইলেকট্রিক স্কুটার তো অনেক পরের কথা। ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Omega Saiki Mobility বা OSM তাদের পরবর্তী স্কুটার ‘LUCE’ নিয়ে আসছে দেশের বাজারে। এই ইলেকট্রিক স্কুটারটি দিয়েই কনজ়িউমার সেগমেন্টে আগমন হতে চলেছে কোম্পানির। সংস্থার ঝুলিতে ইতিমধ্যেই একটি স্কুটার রয়েছে। তবে সেই Mopido নামক ই-স্কুটারটি কার্গো সেগমেন্টের। এখন OSM-এর LUCE ইলেকট্রিক স্কুটারটি নিয়ে চতুর্দিকে চর্চা চলছে। মনে করা হচ্ছে, তিন থেকে চার মাসের মধ্যে এই স্কুটারটি লঞ্চ করা হবে বলে খবর। তার পাশাপাশি আবার সংস্থাটি ভারতের প্রথম হাইড্রোজেন বেসড রিক্সা নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে, যার রেঞ্জ 400 কিলোমিটার।

OSM LUCE ইলেকট্রিক স্কুটার: সর্বাধিক গতি, রেঞ্জ

OSM LUCE ইলেকট্রিক স্কুটারটির সর্বাধিক স্পিড হতে পারে 140 কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্য দিকে এক চার্জে স্কুটারটি 100-150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। জানা গিয়েছে, এই ই-স্কুটার অন্তত পাঁচ থেকে ছয়টি ভ্যারিয়েন্ট এবং ঠিক ততগুলিই কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দেশের প্রায় 178+ ডিলারশিপের কাছ থেকে বিদ্যুচ্চালিত স্কুটারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

OSM LUCE ইলেকট্রিক স্কুটার: ডিজ়াইন

সংবাদমাধ্যম ই-ভেহিকলইনফোর কাছে OSM-এর প্রতিষ্ঠাতা দাবি করেছেন, “এই স্কুটার ডিজ়াইনের অনুপ্রেরণা হল নতুন ভারত ও তার নতুন শক্তি, যা সাহসী, আক্রমণাত্মক, তরুণ প্রজন্মের সবথেকে পছন্দের। স্কুটারটি সম্পূর্ণভাবে ভারতেই অ্যাসেম্বল করা হবে।” সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে।

OSM LUCE ইলেকট্রিক স্কুটার: কত দাম হতে পারে

স্কুটারটি ঠিক কবে নাগাদ লঞ্চ করা হবে, সে সংক্রান্ত তথ্যও যেমন জানা যায়নি। তেমনই আবার নির্দিষ্ট করে এর দাম সম্পর্কেও ঘোষণা করেনি কোম্পানি। তবে একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, দেশের বাজারে এই মুহূর্তে যে সব ই-স্কুটার জনপ্রিয়তা লাভ করেছে অর্থাৎ Ola S1 Pro, Bajaj Chetak, TVS iQube, Ather 450X, এদের থেকে অনেকটাই কম দামে লঞ্চ করা হবে এই OSM LUCE। ই-ভেহিকলইনফো তাদের রিপোর্টে লিখছে, আধুনিক প্রজন্মের এই ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হতে পারে 75,000 টাকায়। সত্যিই যদি তা হয়, তাহলে এটি ভারতের অন্যতম সস্তার ই-স্কুটার হতে চলেছে।