Quantum Bziness ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চ হল, দাম 99,000 টাকা, রেঞ্জ 130 কিলোমিটার

Quantum Bziness ইলেকট্রিক স্কুটারের নতুন ভ্যারিয়েন্টটি মূলত কমার্শিয়াল ডেলিভারির জন্য নিয়ে আসা হয়েছে, যার দাম শুরু হচ্ছে 99,000 টাকা থেকে। 130Km পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক স্কুটার। তবে স্কুটারটি কতটা রেঞ্জ দিতে পারবে, তা নির্ভর করবে তার প্যাটার্নের উপর।

Quantum Bziness ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চ হল, দাম 99,000 টাকা, রেঞ্জ 130 কিলোমিটার
দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 1:49 PM

Quantam Energy নামের একটি ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ দেশে চমৎকার ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। বিদ্যুচ্চালিত স্কুটারের ডিজ়াইন থেকে ডেভেলপমেন্ট, উৎপাদন থেকে বিক্রয় একাধিক বিষয়ে বিশেষজ্ঞ এই সংস্থা। এবার তারা তাদের জনপ্রিয় একটি মডেলের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল। সেই স্কুটারের নাম Quantum Bziness। মূলত, কমার্শিয়াল ডেলিভারির জন্য এই লেটেস্ট ভ্যারিয়েন্টটি নিয়ে আসা হয়েছে, যার দাম শুরু হচ্ছে 99,000 টাকা থেকে। লাস্ট মাইল ডেলিভারি ও ফ্লিট অপারেটরদের কাছে এই Electric Scooter পৌঁছে দিতে সংস্থাটি জুটি বেঁধেছে HDFC, ICICI এবং বেশ কিছু NBFC-এর সঙ্গে।

Quantum Bziness ই-স্কুটারে পাওয়ারের জন্য রয়েছে 1200 হাই-পারফরম্যান্স মোটর। এই মোটর থাকার ফলে স্কুটারে 55 kmph সর্বাধিক স্পিড দিতে পারে। পাশাপাশি স্কুটারটি মাত্র 8 সেকেন্ডের মধ্যেই 0-40 kmph অ্যাক্সিলারেট করতে পারে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই স্কুটারের সঙ্গে 3 বছর বা 90,000 কিলোমিটারের ব্যাটারি ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

130Km পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক স্কুটার। তবে স্কুটারটি কতটা রেঞ্জ দিতে পারবে, তা নির্ভর করবে তার প্যাটার্নের উপর। আপনি যদি একবার এই স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ ভাবে চার্জ করেন, তাহলে তা আপনার ব্যবসার প্রয়োজনে অনেক লম্বা দূরত্ব যেতে সাহায্য করবে। Quantum Bziness ইলেকট্রিক স্কুটারে বেশ কিছু সেগমেন্ট-শ্রেষ্ঠ ফিচার্স রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, রিমোট লক-আনলক, অ্যান্টি-থেফট অ্যালার্ম, USB চার্জার, ডিস্ক ব্রেক এবং LCD ডিসপ্লে।

Quantum Bziness-এর এই নতুন মডেলটিতে একটি আপগ্রেডেড LFP ব্যাটারি দেওয়া হয়েছে। রয়েছে একটি শক্তিশালী হেডল্যাম্প এবং স্বস্তিদায়ক রাইডিংয়ের জন্য অত্যন্ত প্রশস্ত সিট। মাল্টিপার্পাজ় ব্যবহারের জন্য এই ই-স্কুটারে শক্তিশালী কার্গো ব্যাক রয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে বেশ বড় এবং ফ্ল্যাট ফুটবোর্ড যা অনেকটাই বেশি মালবহন করতে পারে। 12 ইঞ্চির বড় হুইলবেসও দেওয়া হয়েছে আরও ভাল স্টেবিলিটি ও হ্যান্ডলিংয়ের জন্য।