Suzuki Burgman Electric: এই প্রথম বাজারে ই-স্কুটার নামাচ্ছে Suzuki, ম্যাক্সি স্টাইলের Burgman Electric সম্পর্কে জরুরি 5 তথ্য 

Burgman Street 125 হল সংস্থার অত্যন্ত জনপ্রিয় একটি স্কুটার। তাই, প্রথম Electric Scooter-এর জন্য এই মডেলটিকেই বেছে নিয়েছে Suzuki। ম্যাক্সি-স্টাইলের এই স্কুটার ইলেকট্রিক অবতারে এলে তা যে বহু মানুষের নজর কাড়বে, বলার অপেক্ষা রাখে না।

Suzuki Burgman Electric: এই প্রথম বাজারে ই-স্কুটার নামাচ্ছে Suzuki, ম্যাক্সি স্টাইলের Burgman Electric সম্পর্কে জরুরি 5 তথ্য 
এই প্রথম ই-স্কুটার নিয়ে আসছে Suzuki।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 5:58 PM

Electric Scooter News: ভারত-সহ বিশ্বের বেশ কিছু প্রান্তে ICE স্কুটারে বিগত বেশ কিছু বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে চারটি ব্র্যান্ড— Honda, Suzuki, Yamaha এবং Kawasaki। এই চারটি ব্র্যান্ডের মধ্যে একটাই কানেকশন। এরা প্রত্যেকেই জাপানের সংস্থা। এবং এদের প্রত্যেকেই জাপানের বাইরে বেরিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেই অত্যন্ত সফল ভাবে ব্যবসা করতে সক্ষম হয়েছে। তবে EV-র নিরিখে এই চারটি ব্র্যান্ডের থেকে Suzuki অনেকটাই পিছিয়ে রয়েছে। এই প্রথম তারা বাজারে ইলেকট্রিক স্কুটার নামাতে চলেছে। চমৎকার Electric Scooter নিয়ে আসতে চলেছে Suzuki। আর সেটি একটি আদ্যোপান্ত ম্যাক্সি ইলেকট্রিক স্কুটার হতে চলেছে, যার নাম Suzuki Burgman Electric। এই ইলেকট্রিক স্কুটারটি আপাতত তার প্রি-প্রোডাকশন স্টেজে রয়েছে। চলতি বছরেই লঞ্চ হতে পারে। লঞ্চের আগে Suzuki Burgman Electric সম্পর্কে মূল পাঁচটি পয়েন্ট জেনে নেওয়া যাক।

ম্যাক্সি স্টাইল ই-স্কুটার –

Burgman Street 125 হল সংস্থার অত্যন্ত জনপ্রিয় একটি স্কুটার। তাই, প্রথম ইলেকট্রিক স্কুটারের জন্য এই মডেলটিকেই বেছে নিয়েছে Suzuki। ম্যাক্সি-স্টাইলের এই স্কুটার ইলেকট্রিক অবতারে এলে তা যে বহু মানুষের নজর কাড়বে, বলার অপেক্ষা রাখে না। তার কারণ, ম্যাক্সি-স্টাইলের এই ডিজ়াইন শুধু ইউরোপের বাজারে নয়। ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে সমান ভাবে জনপ্রিয়তা রয়েছে এই স্টাইলের।

সবই এক, তা-ও কিছু ফারাক –

ইলেকট্রিক Burgman-এর সিটের উচ্চতা 780mm, ওজন 147kg হতে চলেছে। স্কুটারের ICE কাউন্টারপার্টের তুলনায় দেখতে গেলে ই-স্কুটারটি অনেকটাই ভারী হতে চলেছে। ওজন ছাড়াও আইসিই মডেলের টুইন রিয়ার শকের পরিবর্তে ইলেকট্রিক অবতারটিতে দেওয়া হচ্ছে মনোশক।

Suzuki-র ই-স্কুটারে Honda-র সামান্য ছোঁয়া –

আশ্চর্যজনক ভাবে Suzuki-র প্রথম ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হচ্ছে Honda-র মোবাইল পাওয়ার প্যাক ই-সোয়্যাপেবল ব্যাটারি। এই একই ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে ‘Gachaho’-তে। প্রসঙ্গত, এই ‘Gachaho’- ব্যাটারি সোয়্যাপিং সার্ভিসটি তৈরি করেছে জাপানের ওই চার সংস্থা অর্থাৎ Honda, Yamaha, Suzuki এবং Kawasaki।

মোটর ও ব্যাটারি –

Burgman ইলেকট্রিক স্কুটারটিতে পাওয়ারের জন্য থাকছে AC সিঙ্ক্রোনাস মোটর, যা 4kW পিক পাওয়ার এবং 18Nm টর্ক প্রোডিউস করতে পারে। স্কুটারের রেঞ্জ 44Km এবং ক্রুজিং স্পিড 60Kmph। যদিও Ola S1 Pro এবং Ather 450X-এর মতোইলেকট্রিক স্কুটারগুলি যে পরিমাণ রেঞ্জ দেয়, তার তুলনায় Burgman ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ অনেকটাই কম।

কবে আসবে ভারতে –

2021 সালে দেখা গিয়েছিল, বার্গম্যান ইলেকট্রিক স্কুটারের টেস্টিং চলছে ভারতের রাস্তায়। কিন্তু ভারতে এখনও পর্যন্ত তা লঞ্চ করেনি। এখন Honda যেহেতু তার ইলেকট্রিক স্কুটারের ঘোষণা করে দিয়েছে। তাই মনে করা হচ্ছে, 2024 সালেই Suzuki তার Burgman ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে ভারতের বাজারে। যদিও এ বিষয়ে অফিসিয়াল কোনও ঘোষণা কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত করা হয়নি।