Royal Enfield Constellation: ৭০ বছর আগেকার ৭০০ সিসির গাড়ি ফের লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Mar 08, 2022 | 11:03 AM

Royal Enfield: বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Upcoming Bike) নতুন গাড়ি। ৭০০ সিসির (700 CC) এই গাড়িটি ৭০ বছরেরও আগে প্রচলিত হয়েছিল। এখন আবার সেই বাইককেই ফিরিয়ে আনছে তারা।

Royal Enfield Constellation: ৭০ বছর আগেকার ৭০০ সিসির গাড়ি ফের লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড...
প্রতীকী ছবি

Follow Us

আজকের বাইকের দুনিয়ায় রয়্যাল এনফিল্ড নিজেদের একচ্ছত্র একটা নাম বজায় রেখে চলেছে। পুরনো যত বাইকের নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম একটা জনপ্রিয় নাম হল রয়্যাল এনফিল্ড। তবে ইদানিং রয়্যাল এনফিল্ডের নিক্রি আরও অনেক গুণ বেড়ে গেছে। নতুন প্রজন্মের একাধিক বাইক নিয়ে বাজারে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। তাদের নতুন মিটিওর ৩৫০ (Meteor 350) আর নতুন প্রজন্মের ক্লাসিক ৩৫০ (Classic 350) ভারতের বাজারে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। তেমনি আর্ন্তজাতিক বাজারেও এই গাড়িগুলোর জনপ্রিয়তা বাড়ছে একইভাবে। এই সমস্ত কারণের জন্যই রয়্যাল এনফিল্ড নতুন মোটরসাইকেল নিয়ে পরীক্ষানিরীক্ষা ও সেগুলো বাজারে আনতে কার্পণ্য করছে না এতটুকুও।

প্রতি ত্রৈমাসিকে একটি নতুন মডেল লঞ্চ করবে বলে আগেই নিশ্চিত করেছিল এই সংস্থা। আবার সুদূর ভবিষ্যতে আত্মপ্রকাশ করতে চলা রয়্যাল এনফিল্ডের মোটরবাইকের নাম কী হবে, তার আভাস এখনই দিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস গত ১০ ফেব্রুয়ারি কনস্টালেশন নামটির জন্য নথিভুক্ত করে রেখেছে। ষাটের দশকের জনপ্রিয় বাইক ফিরিয়ে আনছে তারা। সাত দশকেরও বেশি সময় আগে কনস্টালেশন ৭০০ নামের একটি মোটরসাইকেল উত্তর আমেরিকায় নিয়ে এসেছিল রয়্যাল এনফিল্ড। ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যা বাজারে উপলব্ধ ছিল।

প্রতীকী ছবি

এটিকে সে যুগের প্রথম সুপারবাইক আখ্যা দিয়েছিল ভক্তরা। যদিও বাইকটির ৬৯২ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন খুব ভরসা অর্জন করতে পারেনি। তবে রয়্যাল এনফিল্ডের কনস্টালেশনকে সাধারণত ইন্টারসেপ্টরের পূর্বসূরী হিসেবে গণ্য করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১২০ বছর পার করে ফেলেছে রয়্যাল এনফিল্ড। পুরনো ধ্যানধারণাকে নতুনের মোড়কে আনতে তাদের জুড়ি মেলা ভার।

কন্টিনেন্টাল জিটি, মিটিওর, ক্লাসিক, এবং আপকামিং শটগান ও সুপার মিটিওর তার প্রকৃষ্ট উদাহরণ। তবে এত পুরনো বাইকের নামে নতুন বাইকের নাম নথিভুক্তিকরণের পর আলোচনার ঝড় তুলেছে সংস্থাটি। রয়্যাল এনফিল্ড কনস্টালেশন একটি সম্পূর্ণ নতুন ৬৫০ সিসি মোটরসাইকেলের নাম হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ইউরোপে ক্লাসিকের আসন্ন ৬৫০ সিসি অবতারের রোড-টেস্টিং শুরু হয়েছে।

ফলে ভবিষ্যতে সংস্থার ক্লাসিক ৬৫০ ও কনস্টালেশন ৬৫০ এর সহাবস্থান বাইকপ্রেমীদের মধ্যে যে চরম উদ্দীপনা সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না। ৬৫০ টুইনস-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আরও আধুনিক হয়ে আসতে পারে রয়্যাল এনফিল্ড কনস্টালেশন। সেক্ষেত্রে এতে কিছুটা মর্ডান ডিজাইন, অ্যালয় হুইল ও উন্নত সাসপনেশন সেটআপ থাকতে পারে। কনস্টালেশন মডেলটি ২০২৩ সালের শেষলগ্নে বা ২০২৪-এর শুরুতে আত্মপ্রকাশ করবে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: MG Motor India New Electric Car: ভারতে নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে এল এমজি মোটর, একবার চার্জে ছুটবে ৪৬১ কিমি, দাম ২১.৯৯ লাখ টাকা

Next Article