বেঙ্গালুরুর একটি ইলেকট্রিক ভেহিকেল তৈরির স্টার্ট-আপ সংস্থা ‘সিম্পল এনার্জি’ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে ভারতে। এই ই-স্কুটার মডেলের নাম ‘সিম্পল ওয়ান’। আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনই লঞ্চ হবে এই ইলেকট্রিক স্কুটার। শুধু তাই নয়, লঞ্চের দিনই এই ই-স্কুটারের প্রি-অর্ডার নেওয়াও শুরু করবে ‘সিম্পল এনার্জি’ নামের ওই সংস্থা। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল এই সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার ‘সিম্পল ওয়ান’ লঞ্চ হবে বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদে। প্রথম ধাপে এই তিন শহরে লঞ্চের পর আগামী দিনে ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা ছিল ‘সিম্পল এনার্জি’ কোম্পানির। তবে এখন জানা গিয়েছে, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত এবং পাঞ্জাবে- এই ইলেকট্রিক স্কুটার ‘সিম্পল ওয়ান’ লঞ্চের পরিকল্পনা রয়েছে সংস্থার।
সিম্পল ওয়ান আসলে একটি হাই স্পিডের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার। বিশেষজ্ঞদের অনুমান লঞ্চের পর এই ই-স্কুটার সরাসরি ভাবে Ather 450X এবং ওলা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে। সিম্পল এনার্জির ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ানে রয়েছে একটি ৪.৮ kWh- এর লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে ইকো মোডে ২৪০ কিলোমিটার সফর সম্ভব বলে দাবি করেছে বেঙ্গালুরুর স্টার্ট-আপ সংস্থা সিম্পল এনার্জি। শোনা গিয়েছে, এই ই-স্কুটারের সর্বোচ্চ গতি ১০০ কিলোমিটারের (প্রতি ঘণ্টায়) আশপাশে থাকতে পারে। শূন্য অর্থাৎ থেমে থাকা অবস্থা থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি তুলতে এই ইলেকট্রিক স্কুটারের সময় লাগে মাত্র ৩.৬ সেকেন্ড। এই ই-স্কুটারের অন্যান্য ফিচার লঞ্চের সময় প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে।
তামিলনাড়ুর হোসুরে ইলেকট্রিক স্কুটার নির্মাণের কারখানা গড়েছে ‘সিম্পল এনার্জি’ সংস্থা। এক বছরে এক মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ ই-স্কুটার তৈরির ক্ষমতা রয়েছে এই কারখানার। এই বছরের শেষের দিকে বা পরের বছর থেকে এই কারখানায় ইলেকট্রিক স্কুটার নির্মাণের কাজ শুরু করবে ‘সিম্পল এনার্জি’ সংস্থা। প্রায় দু’লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কারখানা বিস্তারের পরিকল্পনা রয়েছে এই সংস্থার। ভারতে ভিত শক্ত করার জন্য এই কোম্পানি আগামী দু’বছরে ৩৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করে ফেলেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, ১৫ অগস্টই ভারতে লঞ্চ হবে ওলার প্রথম ইলেকট্রিক স্কুটার। এরও নির্মাণ কারখানা রয়েছে তামিলনাড়ুতেই। মোট ১০টি রঙে ভারতে লঞ্চ হবে ওলার ই-স্কুটার।
আরও পড়ুন- 2021 Tata Tiago NRG Facelift: ভারতে লঞ্চ হয়েছে টাটা মোটরসের নতুন গাড়ি, দাম শুরু কত টাকা থেকে?