Tata Punch: মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্টে Tata Punch আপনার গ্যারাজে, সহজ EMI দিতে গায়ে লাগবে না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 09, 2023 | 3:35 PM

Tata Punch Loan, EMI Details: টাটার এই মুহূর্তের জনপ্রিয় মাইক্রো এসইউভি পাঞ্চ গাড়িটি আপনি কিনতে পারেন মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করে। তার জন্য আপনাকে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে, লোনের জন্য গাড়িটি কিনতে সামগ্রিক ভাবে আপনাকে অতিরিক্ত কত খরচ করতে হবে, সেই সব তথ্য জেনে নিন।

Tata Punch: মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্টে Tata Punch আপনার গ্যারাজে, সহজ EMI দিতে গায়ে লাগবে না
মধ্যবিত্তের মনপসন্দ টাটা পাঞ্চ!

Follow Us

Tata Punch এই মুহূর্তে দেশের মাইক্রো SUV সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি গাড়ি। প্রতি মাসে একপ্রকার নিয়ম করে এই গাড়িটির কয়েক হাজার ইউনিট বিক্রি হচ্ছে। বহু ভারতীয় পরিবারের পাকাপাকি সদস্য হয়ে গিয়েছে Tata Motors-এর এই MicroSUV। এখনও বহু মানুষ আছেন, যাঁরা এই টাটা পাঞ্চ গাড়িটি কেনার চিন্তাভাবনা করছেন। কিন্তু অনেকের ক্ষেত্রেই একসঙ্গে 5 লাখ টাকা বের করা সমস্যার। তাই তাঁদের জন্য রয়েছে সহজ কিছু ফাইন্যান্স অপশন। সহজ কিস্তিতে মাসে মাসে EMI দিয়ে আর অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করে Tata Punch আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। টাটা পাঞ্চের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। আজ আমরা জেনে নেব, কীভাবে আপনার পকেট সামলে বেস মডেল Tata Punch Pure এবং আর একটি সস্তার ভ্যারিয়েন্ট Tata Punch Adventure কিনবেন।

Tata Punch: গাড়িটির দাম শুরু হচ্ছে 6 লাখ টাকা থেকে

Tata Punch-এর পিওর, অ্যাডভেঞ্চার, অ্যাকমপ্লিড, ক্রিয়েটিভ মিলিয়ে প্রায় প্রায় 26 রকমের ভিন্ন ট্রিম রয়েছে বাজারে। গাড়িটির দাম শুরু হচ্ছে প্রায় 6 লাখ টাকা থেকে এবং 9.47 লাখ টাকা দাম তার হাই-এন্ড ভ্যারিয়েন্টের। এই মাইক্রো এসইউভি-র ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন অপশনে পাওয়া যায়। গাড়িটির মাইলেজ 20.09 kmpl পর্যন্ত। এখন এই গাড়িই আপনি বাড়ি নিয়ে আসতে চাইলে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে, EMI হিসেবেই বা প্রতি মাসে আপনাকে কত টাকা দিতে হবে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Tata Punch Pure: ডাউন পেমেন্ট, লোন এবং EMI

Tata Punch গাড়িটির এক্স-শোরুম দাম 6 লাখ টাকা। এই মাইক্রো এসইউভি-র অনরোড প্রাইস 6,58,728 টাকা। তবে আপনি গাড়িটি কিনতে ডাউন পেমেন্ট হিসেবে দিতে পারেন মাত্র 1 লাখ টাকা। সেই দিক থেকে দেখতে গেলে পরবর্তীতে গাড়িটির জন্য লোন অ্যামাউন্ট হিসেবে আপনাকে প্রতি মাসে 5,58,728 টাকা দিতে হবে। এখন আপনি যদি 9% সুদের হারে 5 বছরের মধ্যে গাড়ির বাকি দাম দিয়ে দেন, তাহলে প্রতি মাসে আপনাকে EMI হিসেবে 11,598 টাকা খরচ করতে হবে। সব মিলিয়ে Tata Punch Pure ভ্যারিয়েন্টে ফাইন্যান্সের জন্য আপনাকে 1.37 লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।

Tata Punch Adventure: ডাউন পেমেন্ট, লোন এবং EMI

Tata Punch-এর আর একটি সস্তার মডেল হল তার Adventure ভ্যারিয়েন্টটি। এই মডেলের এক্স-শোরুম প্রাইস 6.85 লাখ টাকা এবং অন-রোড প্রাইস 7,70,804 টাকা। এই গাড়িও আপনি মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে আসতে পারেন। তাহলে লোনের জন্য আপনাকে পরবর্তী কয়েকটি কিস্তিতে 6,70,804 টাকা খরচ করতে হবে। এই লোন অ্যামাউন্ট আপনি যদি 5 বছরের কিস্তিতে শোধ করেন, তাহলে আপনাকে 9% সুদের হার দিতে হবে। তার জন্য EMI হিসেবে প্রতি মাসে আপনাকে 13,925 টাকা খরচ করতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে ফাইন্যান্সের জন্য এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনাকে 1.65 লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।

Next Article