ফিচারে বিশেষ কিছু নেই, তবুও ভারতের বাজারে রাজ করছে এই 3 গাড়ি, কারণ কী জানেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 08, 2023 | 1:45 PM

Popular Car In India: বাজারে এমন কয়েকটি গাড়ি আছে, যেগুলির দাম দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু তাতে নতুন কোনও ফিচার যুক্ত করা হচ্ছে না। কেন নতুন কোনও ফিচার না থাকা সত্ত্বেও মানুষ কিনছে?

ফিচারে বিশেষ কিছু নেই, তবুও ভারতের বাজারে রাজ করছে এই 3 গাড়ি, কারণ কী জানেন?

Follow Us

Maruti Suzuki Wagon R Price: ভারতীয় বাজারে এমন অনেক গাড়ি আছে যেগুলি মানুষের মধ্যে অত্যাধিক জনপ্রিয়। তাই সেই সব গাড়ি প্রস্তুতকারকরা ভারতের বাজারকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। দেশে প্রায় প্রতিদিনই নতুন নতুন গাড়ি লঞ্চ হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাজারে এমন কয়েকটি গাড়ি আছে, যেগুলির দাম দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু তাতে নতুন কোনও ফিচার যুক্ত করা হচ্ছে না। তবে এমন নয় যে, তাতে সেই গাড়িগুলির জনপ্রিয়তা কমে যাচ্ছে। বরং দিনের পর দিন বাড়ছে সেই গাড়িগুলির বিক্রি। এর কারণ কী? কেন নতুন কোনও ফিচার না থাকা সত্ত্বেও মানুষ কিনছে?

Toyota Fortuner:

টয়োটার এই এসইউভি গত বহু বছর ধরে ভারতীয় গাড়ির বাজারে রাজত্ব করছে। কোম্পানি প্রতিনিয়ত এই গাড়ির দাম বাড়াচ্ছে। এই গাড়িটি Toyota 2009 সালে লঞ্চ করেছিল, যার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য প্রায় 18.45 লক্ষ টাকা। বর্তমানে এই গাড়ির দাম 32.40 লক্ষ টাকা এক্স-শোরুম থেকে শুরু হয়। এই গাড়িটি নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। Fortuner-র দাম ক্রমাগত বাড়ানো হচ্ছে কিন্তু এতে নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে না। এতে এখনও ইলেকট্রিক সানরুফ, অ্যাপল কার প্লে/অ্যান্ড্রয়েড অটো, ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ADAS-এর মতো ফিচার নেই। তাও সেফটির দিক থেকে মানুষ এই গাড়িটি পছন্দ করে।

Mahindra Scorpio Classic:

সম্প্রতি মাহিন্দ্রা এই গাড়িটিকে নতুন আপডেটে নিয়ে এসেছে। এছাড়াও, কোম্পানি Scorpio Classic-এর দামেও পরিবর্তন করেছে। Mahindra Scorpio Classic ভারতীয় বাজারে 12.64 লক্ষ টাকার প্রারম্ভিক এক্স-শোরুম দামে পাওয়া যাচ্ছে। কোম্পানি এই SUV গাড়িতে অ্যান্ড্রয়েড অটো/অ্যাপল কার প্লে, ইলেকট্রিক সানরুফ, ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ADAS-এর মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি অফার করে না। এই গাড়িটি সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করা হয়নি বরং দাম বাড়ানো হয়েছে। যদিও সংস্থাটি সম্প্রতি মানুষের এই অভিযোগের সমাধান করতে উন্নত ফিচার সহ মাহিন্দ্রা স্করপিও এন এনেছে। পুরনো স্করপিও থেকে সম্পূর্ণ আলাদা এই গাড়িটি।

Maruti Suzuki Wagon R:

মারুতির এই গাড়িটি তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি। কোম্পানি এটিকে 7.41 লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি করে। তবে অধিক বিক্রি হওয়া গাড়ি হওয়া সত্ত্বেও এতে ফিচার এবং নিরাপত্তার দিক থেকে কোনও আপডেট করা হয়নি। যা বাজারের এই দামে অন্য সব গাড়িগুলিতে রয়েছে। এছাড়াও, এটিতে নতুন যুগের ফিচারগুলির অভাব রয়েছে। দাম আর লুকের দিক থেকে মানুষ গাড়িটিকে বেছে নিয়েছে।

Next Article