Yamaha Aerox 155 স্কুটারের একটি নতুন ভার্সন লঞ্চ হল ভারতে। 2023 Yamaha Aerox 155 স্কুটারের দাম 1.43 লাখ টাকা (এক্স-শোরুম)। এই ম্যাক্সি স্কুটারটি OBD-2 কমপ্লায়েন্ট। রয়েছে নতুন কালার স্কিম এবং তার সঙ্গে একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা স্ট্যান্ডার্ড হিসেবেই দেওয়া হয়েছে। মোট চারটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই স্কুটারের। সেগুলি হল, মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু, গ্রে ভারমিলিয়ন, মেটালিক সিলভার। তবে স্কুটারের মোটোজিপি এডিশনটি বাতিল করা হয়েছে। এই Yamaha Aerox 155 স্কুটারটি সরাসরি টক্কর দিতে পারে Aprilia SXR 160-এর সঙ্গে।
2023 Yamaha Aerox 155: ইঞ্জিন এবং গিয়ারবক্স
এই স্কুটারে রয়েছে 155cc-র সিঙ্গেল সিলিন্ডার, লিক্যুইড-কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা 8,000 RPM-এ 14.79 bhp চার্ন আউট করতে পারে এবং 6,500 RPM-এ 13.9 Nm পিক টর্ক প্রোডিউস করতে পারে। এখন এই ইঞ্জিনটি OBD-2 কমপ্লায়েন্ট এবং E20 ফুয়েলে চালিত হতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে CVT-র সঙ্গে এবং Yamaha-র ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন টেকনোলজি দেওয়া হয়েছে এতে।
2023 Yamaha Aerox 155: হার্ডওয়্যার এবং ফিচার্স
Yamaha Aerox 155 স্কুটারে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন স্প্রিং লোডেড শক অ্যাবজ়র্বার দেওয়া হয়েছে রিয়ারে। ব্রেকিং ডিউটির জন্য স্কুটারটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে একটি ড্রাম ইউনিট। সিঙ্গেল চ্যানেল ABS-ও দেওয়া হয়েছে স্কুটারটিতে। ফিচার্সের দিক থেকে লেটেস্ট Aerox 155 স্কুটারে রয়েছে অল-LED হেডল্যাম্প, একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও তার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি ও আরও অনেক কিছু।
ফ্রন্ট পাওয়ার সকেট রয়েছে নতুন স্কুটারটিতে। সেখান থেকেই মোবাইল চার্জ করতে পারবেন চালকরা। মাল্টি-ফাংশন কি এবং এক্সটার্নাল ফুয়েল লিডও রয়েছে স্কুটারটিতে। এর আন্ডার-সিট স্টোরেজ এখন 24.5 লিটারের। পাশাপাশি LED টার্ন ইন্ডিকেটরও রয়েছে এই স্কুটারে।
হার্ডওয়্যারের দিক থেকে এই নতুন ইয়ামাহা স্কুটারের সামনে 14 ইঞ্চির অ্যালয় হুইল, 140 সেকশন রিয়ার টায়ার, টেলিস্কোপিক ফর্ক। পিছনে রয়েছে টুইন গ্যাস-চার্জড শক অ্যাবজ়র্বার। তবে Yamaha এখনও পর্যন্ত তার সাসপেনশন সেটআপে কোনও পরিবর্তন করেনি। সেফটি ফিচার্সের দিক থেকে রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ।