AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Punch EV লঞ্চ হতে পারে এই উৎসবের মরসুমেই, রয়েছে বড়সড় ইনফোটেনমেন্ট ফিচার

Tata Punch EV Price: টাটা মাইক্রো এসইউভি সেগমেন্টে খুব জনপ্রিয় পাঞ্চের বৈদ্যুতিক ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। টাটা পাঞ্চ ইভির (Tata Punch EV) পরীক্ষা বেশ অনেক দিন ধরেই চলছে। তবে এবার আশা করা হচ্ছে, চলতি বছরের অক্টোবরেরই এর দাম প্রকাশ হতে পারে।

Tata Punch EV লঞ্চ হতে পারে এই উৎসবের মরসুমেই, রয়েছে বড়সড় ইনফোটেনমেন্ট ফিচার
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 8:58 PM
Share

বৈদ্যুতিক গাড়ির চাহিদা নিয়ে আর নতুন করে কিছু বলার থাকে না। দিনের পর দিন পেট্রলের দাম যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বাড়ছে। Tata Motors ভারতীয় বাজারে একাধিক বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে হ্যাচব্যাক সেগমেন্টে Tiago EV, সেডান সেগমেন্টে Tigor EV এবং সাব-4 মিটার কমপ্যাক্ট SUV সেগমেন্টে Nexon EV। তবে এবার টাটা মাইক্রো এসইউভি সেগমেন্টে খুব জনপ্রিয় পাঞ্চের বৈদ্যুতিক ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। টাটা পাঞ্চ ইভির (Tata Punch EV) পরীক্ষা বেশ অনেক দিন ধরেই চলছে। তবে এবার আশা করা হচ্ছে, চলতি বছরের অক্টোবরেরই এর দাম প্রকাশ হতে পারে। তবে এ বিষয়ে টাটা মোটরসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি।

দাম কত হতে পারে?

বহু মানুষই এই Tata Punch EV-এর জন্য অপেক্ষা করছে। তবে এর দাম 10 ​​লক্ষ টাকার (এক্স-শোরুম মূল্য) মধ্যেই আসবে বলে মনে করা হচ্ছে। পাঞ্চ ইলেকট্রিক লঞ্চের আগেই এর লুক এবং ফিচার সম্পর্কে তথ্য সামনে আসছে। যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয়, সম্প্রতি লঞ্চ হওয়া Tata Nexon EV-এর মতো স্টিয়ারিং হুইলও Punch EV-তে দেখা যাবে। এতে পাঞ্চের আইস ভ্যারিয়েন্টের চেয়ে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। পাঞ্চ ইভিতে একটি 10.25 ইঞ্চি স্ক্রিন দেখা যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

কী কী পরিবর্তন দেখা যাবে?

লুক আর ডিজাইনে যে বিশেষ কোনও পরিবর্তন করা হবে, তা নয়। কিন্তু এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হতে পারে। টাটার আসন্ন বৈদ্যুতিক SUV পাঞ্চ ইভি-তে EV ব্যাজিং, নতুন অ্যালয় হুইল এবং সমস্ত চাকায় ডিস্ক ব্রেক থাকবে ৷ এছাড়া ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জার, ভেন্টিলেটেড সিট সহ অনেক স্ট্যান্ডার্ড এবং সেফটি ফিচার এতে দেখা যাবে। এতে ব্যাটারি প্যাকের রেঞ্জ প্রতি চার্জে 300-350 কিলোমিটার পর্যন্ত হতে পারে। Tata Punch EV-তে দুটি ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। তবে বাজারে উপস্থিত বেশ কিছু গাড়িকে টেক্কা দিতে পারবে বলে মনে হচ্ছে। আসন্ন Tata Punch EV বাজারে উপস্থিত Citroen EC3-কে কতটা টেক্কা দিতে পারে, এখন সেটাই দেখার।