Tata Sumo দেশের গাড়িপ্রেমীদের মনের গহীন কোণে জায়গা করে নিয়েছিল তার যাত্রা শুরুর সময় থেকেই। শক্তপোক্ত এই গাড়িটির নির্ভরযোগ্যতা এবং বহুমুখীতার জন্য বিক্রিবাট্টার নিরিখে এক নম্বর জায়গাটি দখল করে রেখেছিল টানা বেশ কয়েক বছর ধরে। গাড়িটি বন্ধ করার আগে 25 বছর তার উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সফল ভাবেই চলেছিল। তবে, সাম্প্রতিকতম একটি গুজব Tata Sumo ভক্তদের মনে আশার আলো জাগিয়েছে। আইকনিক Tata Sumo নেমপ্লেটের পুনরুজ্জীবনের কথা ভাবছে Tata Motors। বাজারে টাটা সুমো ফিরে আসার জল্পনা ছড়াতে না ছড়াতেই গাড়িটির ভবিষ্যতের লুক কেমন হতে চলেছে, তার একটি রেন্ডারও প্রকাশ্যে এসেছে। আসন্ন সেই Tata Sumo-র রেন্ডার থেকে গাড়িটি সম্পর্কে একাধিক তথ্যও জানা গিয়েছে।
লুক ও ডিজ়াইনের দিক থেকে Tata Harrier এবং Land Rover Range Rover Evoque-এর সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে টাটা সুমো-র এই নতুন ভার্সনের। ফ্রন্ট এন্ড অত্যন্ত স্লিক হতে চলেছে, সেই জায়গায় এর বডি Evoque-এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য প্রতিফলিত করছে। Sumo-র রেন্ডারিংয়ের পিছনের অংশটি দৃঢ়তার দিক থেকে Ford Endeavour-এর কথাও মনে করিয়ে দিতে পারে। এই সব উপাদানগুলির সংমিশ্রণ গাড়িটির জন্য এক আকর্ষণীয় নান্দনিকতা তৈরি করেছে, যা Tata Sumo-র ঐতিহ্যকে বহন করছে।
Tata Sumo যে সময় দেশের বাজারে ঝড় তুলছিল, তখন Toyota Qualis এবং Chevrolet Tavera-র মতো পিপল ক্যারিয়ারগুলির সঙ্গে জোরদার টক্কর দিচ্ছিল। তবে 2020 সালের কিছু আগে থেকেই SUV স্টাইলের এই পিপল ক্যারিয়ারগুলির চাহিদা কমতে থাকে। তার পরিবর্তে ভ্যান আকারের বিকল্পগুলি যেমন, Toyota Innova, Mahindra Xylo, Marazzo, Renault Lodgy এবং Chevrolet Enjoy-এর মতো গাড়িগুলির চাহিদা বাড়তে থাকে। এই মুহূর্তে দেশের অটোমোটিভ ল্যান্ডস্কেপে Mahindra Bolero ছাড়া আর কোনও SUV-র মতো পিপল ক্যারিয়ার নেই।
অনেকেই হয়তো জানেন না, Tata Sumo গাড়িটির নামকরণ কীভাবে হয়েছিল। Tata Motors-এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত মুলগাওকারকে (Sumant Moolgaokar) ট্রিবিউট জানাতেই গাড়িটির এই নাম দেওয়া হয়েছে। তাঁর নাম ও উপাধির প্রথম দুই অক্ষর থেকে নামকরণ করা হয় SUMO। টাটা মোটরস কোম্পানিতে তাঁর অবদান যে কতটা গুরুত্বপূর্ণ, তার ট্রিবিউট জানাতেই এই নামকরণ করা হয়। সেই নাম পরবর্তীতে SUMO-র সঙ্গে সমার্থক হয়ে ওঠে এবং ভারতের গাড়িপ্রেমীদের জন্য নস্ট্যালজিয়াও হয়ে যায়।
এখন নতুন Tata Sumo এ দেশে সত্যিই দিনের আলো দেখবে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কোম্পানির ভেহিকল লাইনআপে আরও একাধিক মডেল আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল Sierra SUV, যা আসলে Tata Sierra EV-র কনসেপ্ট ভার্সন। এই গাড়িটি নিয়ে ভারতীয়দের মধ্যে তীব্র উত্তেজনা রয়েছে। এদিকে ভারতে Safari-র নতুন ভার্সন ইতিমধ্যেই হাজির হয়েছে। আবার Tata Harrier SUV-র 7 সিটার ভার্সনও এসে গিয়েছে এ দেশে। এছাড়াও আগামী কয়েক বছরে দেশে ইলেকট্রিক, পেট্রল মিলিয়ে একাধিক গাড়ি লঞ্চ করবে Tata Motors।
Tata Sumo দেশের গাড়িপ্রেমীদের মনের গহীন কোণে জায়গা করে নিয়েছিল তার যাত্রা শুরুর সময় থেকেই। শক্তপোক্ত এই গাড়িটির নির্ভরযোগ্যতা এবং বহুমুখীতার জন্য বিক্রিবাট্টার নিরিখে এক নম্বর জায়গাটি দখল করে রেখেছিল টানা বেশ কয়েক বছর ধরে। গাড়িটি বন্ধ করার আগে 25 বছর তার উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সফল ভাবেই চলেছিল। তবে, সাম্প্রতিকতম একটি গুজব Tata Sumo ভক্তদের মনে আশার আলো জাগিয়েছে। আইকনিক Tata Sumo নেমপ্লেটের পুনরুজ্জীবনের কথা ভাবছে Tata Motors। বাজারে টাটা সুমো ফিরে আসার জল্পনা ছড়াতে না ছড়াতেই গাড়িটির ভবিষ্যতের লুক কেমন হতে চলেছে, তার একটি রেন্ডারও প্রকাশ্যে এসেছে। আসন্ন সেই Tata Sumo-র রেন্ডার থেকে গাড়িটি সম্পর্কে একাধিক তথ্যও জানা গিয়েছে।
লুক ও ডিজ়াইনের দিক থেকে Tata Harrier এবং Land Rover Range Rover Evoque-এর সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে টাটা সুমো-র এই নতুন ভার্সনের। ফ্রন্ট এন্ড অত্যন্ত স্লিক হতে চলেছে, সেই জায়গায় এর বডি Evoque-এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য প্রতিফলিত করছে। Sumo-র রেন্ডারিংয়ের পিছনের অংশটি দৃঢ়তার দিক থেকে Ford Endeavour-এর কথাও মনে করিয়ে দিতে পারে। এই সব উপাদানগুলির সংমিশ্রণ গাড়িটির জন্য এক আকর্ষণীয় নান্দনিকতা তৈরি করেছে, যা Tata Sumo-র ঐতিহ্যকে বহন করছে।
Tata Sumo যে সময় দেশের বাজারে ঝড় তুলছিল, তখন Toyota Qualis এবং Chevrolet Tavera-র মতো পিপল ক্যারিয়ারগুলির সঙ্গে জোরদার টক্কর দিচ্ছিল। তবে 2020 সালের কিছু আগে থেকেই SUV স্টাইলের এই পিপল ক্যারিয়ারগুলির চাহিদা কমতে থাকে। তার পরিবর্তে ভ্যান আকারের বিকল্পগুলি যেমন, Toyota Innova, Mahindra Xylo, Marazzo, Renault Lodgy এবং Chevrolet Enjoy-এর মতো গাড়িগুলির চাহিদা বাড়তে থাকে। এই মুহূর্তে দেশের অটোমোটিভ ল্যান্ডস্কেপে Mahindra Bolero ছাড়া আর কোনও SUV-র মতো পিপল ক্যারিয়ার নেই।
অনেকেই হয়তো জানেন না, Tata Sumo গাড়িটির নামকরণ কীভাবে হয়েছিল। Tata Motors-এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত মুলগাওকারকে (Sumant Moolgaokar) ট্রিবিউট জানাতেই গাড়িটির এই নাম দেওয়া হয়েছে। তাঁর নাম ও উপাধির প্রথম দুই অক্ষর থেকে নামকরণ করা হয় SUMO। টাটা মোটরস কোম্পানিতে তাঁর অবদান যে কতটা গুরুত্বপূর্ণ, তার ট্রিবিউট জানাতেই এই নামকরণ করা হয়। সেই নাম পরবর্তীতে SUMO-র সঙ্গে সমার্থক হয়ে ওঠে এবং ভারতের গাড়িপ্রেমীদের জন্য নস্ট্যালজিয়াও হয়ে যায়।
এখন নতুন Tata Sumo এ দেশে সত্যিই দিনের আলো দেখবে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কোম্পানির ভেহিকল লাইনআপে আরও একাধিক মডেল আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল Sierra SUV, যা আসলে Tata Sierra EV-র কনসেপ্ট ভার্সন। এই গাড়িটি নিয়ে ভারতীয়দের মধ্যে তীব্র উত্তেজনা রয়েছে। এদিকে ভারতে Safari-র নতুন ভার্সন ইতিমধ্যেই হাজির হয়েছে। আবার Tata Harrier SUV-র 7 সিটার ভার্সনও এসে গিয়েছে এ দেশে। এছাড়াও আগামী কয়েক বছরে দেশে ইলেকট্রিক, পেট্রল মিলিয়ে একাধিক গাড়ি লঞ্চ করবে Tata Motors।