Honda Dio স্কুটারের একটি নতুন OBD2-কমপ্লায়েন্ট মডেল লঞ্চ হল ভারতে। সোমবার সেই Honda Dio 2023 স্কুটারটি দেশের বাজারে নিয়ে আসে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। নতুন হন্ডা ডিও স্কুটারটির দাম শুরু হচ্ছে 70,211 টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে। এই স্কুটারে এখন হন্ডা স্মার্ট কি সিস্টেম দেওয়া হয়েছে, যা এর আগে Honda Activa 2023 স্কুটারে দেওয়া হয়েছিল।
Honda Dio 2023 স্কুটারের পাওয়ারের জন্য রয়েছে OBD 2 কমপ্লায়েন্ট 110cc PGM-FI eSP ইঞ্জিন, যা সর্বাধিক 7.86PS পাওয়ার এবং 9.03Nm পিক টর্ক ডেভেলপ করে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে। স্কুটারটি মোট তিনটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনের দাম 70,211 টাকা, ডিলাক্স মডেলের দাম 74,212 টাকা এবং এক্কে স্মার্ট ভার্সনটির দাম 77,712 টাকা।
Honda Dio 2023 স্কুটারে দেওয়া হয়েছে ফুল-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, যেখানে রেঞ্জ অনুযায়ী ডেটা, গড় জ্বালানি দক্ষতা এবং রিয়্যাল টাইম জ্বালানি দক্ষতা দেখা যাবে। পাশাপাশি এটি সামগ্রিক ট্রিপ, ক্লক এবং ডিউ সার্ভিসও দেখাবে। নতুন ক্লাস্টারটির এখন ডিলাক্স এবং স্মার্ট ভ্যারিয়েন্ট রয়েছে। রয়েছে একটি ইঞ্জিন ইনহিবিটর সহযোগে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর।
Honda Dio 2023 স্কুটারের Honda Smart Key সিস্টেমটি একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স অফার করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, স্মার্ট ফাইন্ড, স্মার্ট আনলক, স্মার্ট স্টার্ট এবং স্মার্ট সেফ। অন্যান্য নতুন সংযোজনের মধ্যে রয়েছে ফ্রন্ট রিবস, LED পজ়িশন ল্যাম্প, অ্যালয় হুইল, স্প্লিট গ্র্যাবরেইল এবং একটি নতুন Dio লোগো।
টপ স্পেসিফিকেশনের স্মার্ট ভ্যারিয়েন্টের স্কুটারটিতে রয়েছে লক মোড, যা 5-in-1 ফাংশন প্রদর্শন করতে সক্ষম। তার মধ্যে রয়েছে হ্যান্ডেল লক, ইগনিশন অফ, ইগনিশন অন, ওপেনিং ফুয়েল আইডি এবং ওপেনিং সিট। স্কুটারটিতে রয়েছে ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ, পাসিং সুইচ কম্বি-ব্রেক সিস্টেম ও তার সঙ্গে ইক্যুয়ালাইজ়ার এবং একটি 3 স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন।
নতুন Honda Dio স্কুটারের সঙ্গে 10 বছরের ওয়ারান্টি প্যাকেজ দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারান্টি এবং সাত বছরের অপশনাল এক্সটেন্ডেড ওয়ারান্টি।