ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি তৈরির সংস্থা টেসলা আর কিছুদিনের মধ্যেই ভারতে তাদের ইভি বা ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে চলেছে। শোনা গিয়েছে যে, টেসলা সংস্থার চারটি গাড়ির মডেল ইতিমধ্যেই ভারতে লঞ্চের জন্য অনুমোদন পেয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, টেসলা সংস্থা ভারতীয় কর্তৃপক্ষের তরফে দেশে তাদের চারটি মডেল তৈরির কিংবা আমদানি করে আনার অনুমতি পেয়েছে। জানা গিয়েছে, টেসলার এই চারটি ইলেকট্রিক ভেহিকেলের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গিয়েছে যে ভারতীয় বাজারে এইসব গাড়ি লঞ্চের জন্য যে যে প্রয়োজনীয়তা রয়েছে তার সবকিছুই রয়েছে এই চারটি টেসলা মডেলে। মূলত এমিশন এবং সেফটি অর্থাৎ নিরাপত্তার খাতিরে এইসব এইসব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।
অন্যদিকে আবার জানা গিয়েছে যে, টেসলা সংস্থা তিনটি ভারতীয় অটো কম্পোনেন্ট সাপ্লায়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। মূলত উইন্ডশিল্ডস, sub-assemblies, ইন্সট্রুমেন্ট প্যানেলস এবং অন্যান্য আইটেম তৈরির জন্য বিভিন্ন কোম্পানি যেমন- Sona Comstar, Sandhar Technologies এবং Bharat Forge- এর সঙ্গে যুক্ত হয়েছে ইলন মাস্কের টেসলা সংস্থা। এর আগে জুলাই মাসের শুরুর দিকে ইলন মাস্ক বলেছিলেন যে, ভারতে টেসলা গাড়ি জনপ্রিয় হলে এ দেশে কারখানাও গড়তে চায় তাঁর সংস্থা। সেই সময় এও শোনা গিয়েছিল যে হয়তো মুম্বইয়ে কারখানা তৈরি করতে পারে টেসলা কোম্পানি।
অন্যদিকে আবার জানা গিয়েছে, টেসলা তাদের মডেল ৩ এন্ট্রি লেভেল ইলেকট্রিক গাড়ির টেস্টিং করেছে। এই গাড়ির আদলের একটি মডেল নাকি দেখাও গিয়েছে মহারাষ্ট্রের রাস্তায়। টেসলা কোম্পানি ইতিমধ্যেই তাদের ‘ইন্ডিয়া ইউনিট’ তৈরি করেছে কর্নাটকে। তার নাম দেওয়া হয়েছে টেসলা ইন্ডিয়া মোটরস। শোনা গিয়েছে, ভারতে টেসলার যে চারটি মডেল লঞ্চ হতে চলেছে সেখানে দু’টি ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে। মডেল ৩ এবং মডেল ওয়াই (Y) এই দুই ভ্যারিয়েন্টের এন্ট্রি লেভেল ইলেকট্রিক ভেহিকেল আসতে চলেছে ভারতে। যদিও এই প্রসঙ্গে টেসলা সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
বর্তমানে ভারতে ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই ভারতে তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। এবার টেসলা সংস্থা তাদের ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করলে জোরদার প্রতিযোগিতা হবে।
আরও পড়ুন- রয়্যাল এনফিল্ডের 2021 Classic 350 লঞ্চ হল ভারতে, নতুন বাইকের দাম কত? কী কী ফিচার রয়েছে