Tork Kratos ইলেকট্রিক বাইকের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন? এটিই ভারতের প্রথম ই-বাইক যা সম্পূর্ণ ভাবে দেশে তৈরি। লোকালাইজ়ড ইলেকট্রিক মোটরসাইকেলটি খুব অল্প সময়ের মধ্যেই দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই মুহূর্তে ভারতে যে গুটিকয়েক ব্যাটারি-চালিত মোটরসাইকেল রয়েছে, তাদের মধ্যে এই Tork Kratos হল একমাত্র মডেল যাতে একাধিক স্পোর্টি ক্যারেক্টার রয়েছে। এবার পুণের ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি তাদের জনপ্রিয় Tork Kratos R ই-বাইকের একটি নতুন রেঞ্জের মডেল লঞ্চ করে দিল। নতুন Tork Kratos R Eco+ বাইকটিতে নতুন কী ফিচার্স রয়েছে, দেখে নেওয়া যাক।
Tork Kratos R Eco+
Tork-এর ফ্ল্যাগশিপ মোটরসাইকেলটিতে এখন অতিরিক্ত Eco+ রাইড মোড দেওয়া হয়েছে। এই মোডে ইলেকট্রিক বাইকটি তার সর্বাধিক রেঞ্জ দিতে পারে। এর আগে Tork Kratos ই-বাইকটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার তিনটি মোড ছিল- ইকো, সিটি এবং স্পোর্ট। এখন এই নতুন Eco+ লঞ্চ হওয়ার ফলে বাইকটি আর একটি মোড পেয়ে গেল। নতুন Tork Kratos R Eco+ ই-বাইকটি এক চার্জে 180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
ইলেকট্রিক মোটরসাইকেলটির গতিও দুর্দান্ত। Eco+ ই-বাইকের সর্বাধিক গতি 35 kmph। টর্কের তরফে বলা হয়েছে, Eco+ মোডটি ডিজ়াইন করা হয়েছে মূলত শহুরে বাইক-চালকদের জন্য। তার কারণ, শহরের চালকদের কাছে পারফরম্যান্সের থেকেও বেশি ধর্তব্যের বিষয় হল ইলেকট্রিক বাইকের রেঞ্জ।
এই অতিরিক্ত Eco+ মোডের পাশাপাশিই আবার Kratos R ইলেকট্রিক মোটরসাইকেলটি এখন রিভার্স মোডও পেয়েছে। রাস্তার কঠিন পরিস্থিতিতেও চালকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হল রিভার্স মোডটি। টর্কের তরফ থেকে আরও জানানো হয়েছে, ইকো প্লাস রাইড মোডটি সমস্ত Kratos R চালকরা পেয়ে যাবেন ওভার দ্য এয়ার আপডেটের মাধ্যমে।
পাওয়ারের জন্য টর্ক বাইকটিতে রয়েছে 9kW Axial Flux মোটর, যা 38 Nm পিক টর্ক চার্ন আউট করছে এবং তার এনার্জির কাজটি করছে একটি 4kWh, IP67-সার্টিফায়েড লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। সংস্থাটি জানিয়েছে, বাইকের মোটরটি অসাধারণ 96% এফিসিয়েন্সি রেটিং প্রাপ্ত। একটি ফাস্ট চার্জার ব্যবহার করে ব্যাটারিটি মাত্র এক ঘণ্টার মধ্যেই শূন্য থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যেতে পারে।