চলতি বছরের জুলাই মাসে Bajaj-এর জুটি বেঁধে Triumph তাদের নতুন বাইক লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের সেই বাইকটির নাম Triumph Speed 400। লঞ্চ হওয়ার সঙ্গে-সঙ্গেই এই মোটরবাইকটি বহু মানুষের মধ্যেই উন্মাদনার সৃষ্টি করেছে। লঞ্চ হওয়ার আগে থেকেই রেকর্ড সংখ্যক বুকিংও শুরু হয়ে যায়। Triumph Speed 400 বাইকটি যখন সেখানে লঞ্চ হয়, তখন তার দাম ছিল 2.23 লাখ টাকা। এখন এই বাইকেই দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। Triumph Speed 400 বাইকে সংস্থার তরফ থেকে এক ধাক্কায় 10,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে বাইকটির দাম অনেকটাই সস্তা হয়ে যাচ্ছে। 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার পাবেন কাস্টমাররা।
তাই, যাঁরা ট্রায়াম্ফ স্পিড 400 মোটরসাইকেলটি 2.23 লাখ টাকায় কিনতে চান, তাঁদের জলদি করতে হবে। কারণ, 31 ডিসেম্বরের মধ্যে বাইকটি কিনে না ফেললে বছরের প্রথম দিন থেকেই এর দাম হিসেবে আপনাকে 10,000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে। এই মুহূর্তে বাইকটি 300cc বাইকের সেগমেন্টে অন্যতম শক্তিশালী একটি মডেল। Royal Enfield-এর পাশাপাশি TVS, Jawa, Yezdi এবং Honda-সহ বিভিন্ন ব্র্যান্ডের 300cc বাইকগুলির সঙ্গে টক্কর দিতে পারবে Triumph Speed 400।
এই বাইকটি ট্রায়াম্ফের অন্যতম জনপ্রিয় মডেল স্পিড টুইন 900 দ্বারা অনুপ্রাণিত। স্পিড 400 মোটরসাইকেলটি একটি 398 সিসি সিঙ্গেল-সিলিন্ডার DOHC এবং লিকুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত, যা সর্বোচ্চ 40 bhp শক্তি এবং 37.5 নিউটন মিটারের সর্বোচ্চ টর্ক তৈরি করে। 6 স্পিড গিয়ারবক্স সহ এই মোটরসাইকেলটিতে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচও দেওয়া হয়েছে। Triumph Speed 400 মাইলেজের দিক থেকেও যথেষ্ট ভাল।
নিও-রেট্রো স্টাইলযুক্ত ট্রায়াম্ফ স্পিড 400 মোটরসাইকেলের চেহারা এবং বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, এতে রয়েছে গোলাকার এলইডি হেডলাইট, সিঙ্গেল সিট, 17 ইঞ্চি অ্যালয় হুইল, ডিস্ক ব্রেক, ডুয়াল-চ্যানেল এবিএস, ইউএসডি ফ্রন্ট ফর্ক, সিঙ্গেল এক্সহাস্ট, অ্যানালগ। স্পিডোমিটার, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি টাইপ-সি পোর্ট-সহ আরও অন্যান্য বৈশিষ্ট্যও রয়েছে বাইকটিতে। খুব অল্প সময়ের মধ্যেই বাইকটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ভবিষ্যতে বাইকের চাহিদা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।