Triumph Speed 400 লঞ্চ হল 2.23 লাখ টাকায়, Harley-Davidson X440 এর সঙ্গে জোরদার টক্কর

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 08, 2023 | 2:33 PM

ভারতে লঞ্চ হওয়া Bajaj ও Triumph জুটির দুটি বাইকের মধ্যে কেবল Triumph Speed 400 এর দাম প্রকাশ করা হয়েছে। এই বাজাজ ট্রায়াম্ফ বাইকের দাম শুরু হচ্ছে 2.23 লাখ টাকা থেকে এবং তার হাই-রেঞ্জ মডেলের দাম 2.33 লাখ টাকা।

Triumph Speed 400 লঞ্চ হল 2.23 লাখ টাকায়, Harley-Davidson X440 এর সঙ্গে জোরদার টক্কর
এসে গেল দুর্দান্ত বাইক।

Follow Us

Bajaj এবং Triumph এর প্রথম দুই বাইক বাজারে এসেছে। সেই বাইক দুটির নাম Triumph Speed 400 এবং Scramber 400 X। এদিকে আবার ব্র্যান্ডটি বিশ্বের অন্যান্য প্রান্তে Speed 400 এবং Scrambler 400 X বাইক দুটি লঞ্চ করেছে। এখন ভারতে লঞ্চ হওয়া দুটি বাইকের মধ্যে কেবল Triumph Speed 400 এর দাম প্রকাশ করা হয়েছে। এই বাজাজ ট্রায়াম্ফ বাইকের দাম শুরু হচ্ছে 2.23 লাখ টাকা থেকে এবং তার হাই-রেঞ্জ মডেলের দাম 2.33 লাখ টাকা।

এই Speed 400 বাইকটি এই মুহূর্তে Triumph এর সবথেকে সফল আধুনিক ক্লাসিক লাইনআপ। এই মোটরসাইকেলের লুক ও ফিচারের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে Speed Twin 900 এবং 1200-র। পাশাপাশি নতুন বাইকটিকে এই 900 এবং 1200 মডেল দুটির মাঝখানেই রাখা হয়েছে। অন্য দিকে Scrambler 400 X মডেলটিকে রাগ্ড স্ক্র্যাম্বলার ক্যাটেগরিতেই রাখা হয়েছে। ব্রিটেনের হিঙ্কলেতে তৈরি করা হয়েছে মোটরসাইকেল দুটি।

Triumph Speed 400-এ দেওয়া হয়েছে 17 ইঞ্চির হুইল, যা র‌্যাপ করা হয়েছে MRF স্টিল ব্রেস রাবার দিয়ে। 43mm এর বিগ-পিস্টন ফর্ক এবং একটি মনো-শক পেয়েছে বাইকটি, যাতে ব্রেকিংয়ের জন্য রয়েছে 300mm ফ্রন্ট এবং 230mm রিয়ার। বাইকের এই মডার্ন স্টাইলটি সিনিল্ডার হেড, ট্র্যাডিশনাল এগসস্ট হেডার ক্ল্যাম্প এবং আপসোয়েপ্ট সাইলেন্সার থাকার ফলে আরও আকর্ষণীয় হয়েছে। কার্নিভ্যাল রেড, ক্যাসপিয়ান ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বাইকটি। এর ওজন 176kg।

Triumph Speed 400 এর পাওয়ারের জন্য রয়েছে একটি লিক্যুইড-কুলড 398cc সিঙ্গেল সিলিন্ডার মোটর রয়েছে বাইকটিতে, যা 40bhp এবং 37.5Nm টর্ক প্রোডিউস করতে পারে। সিক্স-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে এটি পেয়ার করা হয়েছে। এই মোটরটি তার শক্তি কম থেকে মধ্য-রেঞ্জে রাখার জন্য টিউন করা হয়েছে এবং শেষের দিকে পাওয়ার টেপারিং বন্ধ রাখা হয়েছে। ইলেকট্রনিক স্যুটে রয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটল, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল-চ্যানেল ABS, টর্ক-অ্যাসিস্ট ক্লাচ, ডুয়াল ফরম্যাট ইন্সট্রুমেন্ট এবং সম্পূর্ণ এলইডি আলো।

Triumph Speed 400-র দাম ভারচতে 2.23 লাখ টাকা। সদ্য লঞ্চ হওয়া Harley-Davidson X440 এবং Royal Enfield Classic 350 এর সঙ্গে টক্কর দিতে পারবে বাইকটি। জুলাই থেকেই এই বাইক ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Next Article