সস্তার Veo Cosmo X ইলেকট্রিক স্কুটার হাজির, দুর্দান্ত লুক ও দুরন্ত ফিচার্স
Veo শেয়ার্ড মাইক্রোমোবিলিটি পরিষেবা ই-বাইক, প্যাডেল বাইক এবং ইলেকট্রিক কিক স্কুটার ব্যবহার করে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি বাজারে পাওয়া যাবে। Cosmo X কেনার বিষয়ে কোম্পানির গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে ইতিমধ্যেই।
মাইক্রোমোবিলিটি ফার্ম Veo এবার রিটেল স্কুটার মার্কেটে পদার্পণ করল। একটি নতুন স্কুটার নিয়ে হাজির হল সংস্থাটি, যার নাম Veo Cosmo X। সিটেড, পেড্যাল-হীন স্কুটারটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারেই পাওয়া যাবে। এর আগে একাধিক মাইক্রোমোবিলিটি ফার্ম তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে এবং ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে। ধাপে ধাপে পর্যায়ক্রমিক ভাবে Veo তাদের Cosmo X ইলেকট্রিক স্কুটারটি কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। প্রথম ব্যাচে তারা 1,000 ইউনিট ডেলিভারি করার চিন্তাভাবনা করছে, যা রিলিজ় করা হবে চলতি বছরেই।
নিউইয়র্ক শহরে ইলেকট্রিক স্কুটারটি চালানোর অনুমতি পেয়েছে Veo। এদিকে Veo-র প্রতিযোগী Bird এর আগে তাদের ই-বাইক বিক্রি করার চেষ্টা করলেও সে ভাবে সফল হতে পারেনি। সেখান থেকেই শিক্ষা নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পরে ইলেকট্রিক স্কুটার তৈরি থেকে বিক্রয়বাট্টা ইস্তক অন্য স্ট্র্যাটেজি নিয়েছে Veo। সংস্থাটি মনে করছে, Cosmo X সম্পূর্ণ হারে রোলআউট হওয়ার পরে গ্রাহকদের আগ্রহ বাড়বে।
Veo-এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা Candice Xie-এর মতে, এখন ব্র্যান্ডটি Cosmo X উন্মোচন করেছে কারণ এটাই সঠিক সময়। বর্তমানে Veo-র শেয়ার্ড মাইক্রোমোবিলিটি প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছে, লক্ষ লক্ষ ট্রিপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কসমো এক্স হল সমস্ত বাজারে Veo-এর অন্যতম জনপ্রিয় গাড়ির ধরন। Veo শেয়ার্ড মাইক্রোমোবিলিটি পরিষেবা ই-বাইক, প্যাডেল বাইক এবং ইলেকট্রিক কিক স্কুটার ব্যবহার করে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি বাজারে পাওয়া যাবে। Cosmo X কেনার বিষয়ে কোম্পানির গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে ইতিমধ্যেই।
Cosmo X একই স্কুটার, যা এর শেয়ার্ড মাইক্রোমোবিলিটি পরিষেবার জন্য ব্যবহৃত হয়। Veo বলেছে যে, বার্ড ভ্যানমুফ মডেলে যে একাধিক ক্ষতির সম্ভাবনা ছিল, সেগুলি এড়িয় গিয়েছে Cosmo X। ভ্যানমুফের ভুলগুলি আংশিকভাবে গুণমানের সমস্যার কারণে তৈরি হয়েছিল। Candice Xie আরও জানিয়েছেন, Veo তার বিস্তৃত নেটওয়ার্ক পরিষেবা এবং বিতরণ কেন্দ্রগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে Cosmo X-এর জন্য ব্যবহার করবে। কোম্পানিটি তার নেটওয়ার্ক প্রসারিত করতে এবং ই-স্কুটারগুলি ছাড়া আরও ফর্ম ফ্যাক্টর অফার করার পরিকল্পনা করেছে।
Veo Cosmo X ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 3,499 মার্কিন ডলার (2,90,350.52 টাকা) থেকে। আর একটি সস্তার ভার্সনও রয়েছে স্কুটারটির, যার দাম 2,899 মার্কিন ডলার (2,40,593.81 টাকা)। সেপ্টেম্বর নগদ এই সস্তার ভার্সনটি চলে আসবে। দুই মডেলের সঙ্গেই ফ্রি ডিট্যাচেবল বাস্কেট এবং হেলমেট অফার করা হবে।