Alipurduar: ভরসন্ধেয় মহিলাকে গুলি করে খুন, গণপিটুনিতে মৃত্যু হামলাকারী যুবকের, উত্তেজনা আলিপুরদুয়ারে
Alipurduar: আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, এক যুবক বাইকে করে আলিপুরদুয়ার সমাজপাড়ায় এসে কৌশিলা মাহাত নামে এক মহিলার মাথায় গুলি চালায়। এই ঘটনার পর স্থানীয়রা চিৎকার শুরু করে। ওই যুবক বাইকে করে এলাকা থেকে পালানোর চেষ্টা করে।
আলিপুরদুয়ার: ভরসন্ধেয় আলিপুরদুয়ার শহরে উত্তেজনা। বাইকে করে এসে এক মহিলাকে গুলি করে খুন করল এক যুবক। কিছুটা দূরে সে আবার গুলি চালালে আরও একজন জখম হন। অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয় উত্তেজনা জনতা। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, এক যুবক বাইকে করে আলিপুরদুয়ার সমাজপাড়ায় এসে কৌশিলা মাহাত নামে এক মহিলার মাথায় গুলি চালায়। এই ঘটনার পর স্থানীয়রা চিৎকার শুরু করে। ওই যুবক বাইকে করে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। বাসিন্দারা যুবকের পিছু ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় ওই যুবক ইটখোলায় ফের গুলি চালায়। তাতে এক যুবক গুলিবিদ্ধ হয়।
তখনই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে ফেলে। এদিকে, গুলিবিদ্ধ মহিলাকে আলিপুরদুয়ার হাসপাতালে আনা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর এক গুলিবিদ্ধ যুবক আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি।
এই খবরটিও পড়ুন
যে যুবক গুলি চালিয়েছিল, তাকে স্থানীয় বাসিন্দারা মারধর করে। মারধরে গুরুতর জখম হয় সে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসডিপিও শ্রীনিবাস এমপি। তিনি এ ব্যাপারে কিছু জানাতে চাননি। কী কারণে গুলি চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।