Durgapur: হাসপাতালের কোয়ার্টারে ঢুকেই মহিলা কর্মীর ওপর ‘হামলা’, গলায় অস্ত্রের কোপ !
Durgapur: হাসপাতালের সিস্টার ইনচার্জ স্বপ্না দাস জানিয়েছেন, হাসপাতালের ভিতরে যে সমস্ত কোয়ার্টারগুলো রয়েছে তার অবস্থা অত্যন্ত খারাপ। অধিকাংশ কোয়ার্টার ভেঙে ভেঙে পড়ছে। দরজা জানালার অবস্থাও ভালো না।
দুর্গাপুর: হাসপাতালের কোয়ার্টারে ঢুকে হাসপাতালেরই গ্রুপ ডি মহিলা কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বুদবুদ থানা এলাকার মানকর গ্রামীণ হাসপাতালের আবাসন চত্বরে । গুরুতর আহত মহিলা কর্মী দীপ্তিকোণা চৌধুরীকে হাসপাতালের কর্মীরা উদ্ধার করে ওই হাসপাতালেই নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হাসপাতালের সুপার অনুরুদ্ধ ইসলাম জানিয়েছেন, শুক্রবার দুপুরে দুই দুষ্কৃতী হাসপাতালের পিছনের দিকে ওই মহিলার দোতলার ঘরে ঢোকে। গলায় ধারাল অস্ত্রের কোপ বসিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর তাকে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিৎসা শুরু হলেও আঘাত গুরুতর থাকায় স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতালের সিস্টার ইনচার্জ স্বপ্না দাস জানিয়েছেন, হাসপাতালের ভিতরে যে সমস্ত কোয়ার্টারগুলো রয়েছে তার অবস্থা অত্যন্ত খারাপ। অধিকাংশ কোয়ার্টার ভেঙে ভেঙে পড়ছে। দরজা জানালার অবস্থাও ভালো না।
প্রাথমিক ভাবে আহতর স্বামী উত্তম জানান, চুরি করার উদ্দেশেই দুষ্কৃতীরা আবাসনে ঢোকে। স্ত্রী বাধা দেওয়াতেই হামলা। তিনি জানান, হাসপাতালের ভিতরে যে সমস্ত কোয়ার্টার রয়েছে, তার অবস্থা অত্যন্ত খারাপ। সেই জন্য তিনি আবাসন থেকে বেশ খানিকটা দূরে নিজে বাড়ি তৈরি করছেন। দুপুরে তিনি সেখানে বাড়ি তৈরির কাজকর্ম দেখতে যান। তখন তাঁর স্ত্রী আবাসনে একাই ছিল। তার মধ্যেই এই ঘটনা।