Calcutta High Court: ‘কেন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদই করা হল না?’, হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য
Calcutta High Court: জিটিএ-তে বেশ কয়েকটি স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেনিয়মে স্থায়ী করা হয়েছিল। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসেই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষা দফতরের এক আধিকারিক।
কলকাতা: জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য। এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দিয়েছিল রাজ্য। তাতেও ভৎর্সনা। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, “এফআইআর-এ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ত্রিণাঙ্কুর, বিনয় তামাং, প্রান্তিক-সহ সাত জনের নাম থাকলেও তাদের কেন একবারও জিজ্ঞাসাবাদ করা হল না?” বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি।”
রাজ্যের আইনজীবীকে বিচারপতি বলেন, “মামলার পিটিশন বাতিল করার আবেদন করুন তদন্তের প্রয়োজন হবে না। এটা সহজ কাজ।” বিচারপতি বলেন, “সময় এসেছে, এবার পদক্ষেপ নিতে হবে। আদালত পুস না করলে কিছুই হবে না।” তদন্তকারীদের আইনজীবীকে বলেন, “যা রিপোর্ট দিয়েছেন তাতে শুধু ‘ঘটনার বর্ণনা’! তদন্তের অগ্রগতি কোথায়?”
জিটিএ-তে বেশ কয়েকটি স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেনিয়মে স্থায়ী করা হয়েছিল। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসেই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষা দফতরের এক আধিকারিক। কিন্তু তার ভিত্তিতে এফআইআর করেনি পুলিশ। কলকাতা হাইকোর্ট বুধবারই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।