Purulia Tiger Panic: একদিকে জাল দিয়ে ঘিরছেন বনকর্মীরা, বাঘ তখন ঘুরে বেড়াচ্ছে রাজ্য সড়কে! পুরুলিয়ার নজিরবিহীন দৃশ্য
Purulia Tiger Panic: বেশ কয়েকদিন ধরে বান্দোয়ান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। সন্ধ্যার পর প্রায় আটটা নাগাদ যেমনটা জানা যায় যে রাইকা সংলগ্ন জঙ্গল থেকে বাঘ বান্দোয়ান -কুইলাপাল রাজ্য সড়ক পার হয়ে ঢুকে পড়েছে মানবাজার দু নম্বর ব্লক একাকায় চলে যান।
পুরুলিয়ায়: পুরুলিয়ায় তাড়া করে ফিরছে বাঘের আতঙ্ক। একদিকে বাঘকে ঘেরার চেষ্টা চালাচ্ছে, অন্য দিক দিয়ে বাঘ বেরিয়ে রাজ্য সড়ক পেরিয়ে চলে গেল। বনদফতর সূত্রে খবর, পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লক এলাকায় জামিরা, হাতি রামগোড়া আকড়ো এলাকার দিকে চলে গিয়েছে বাঘ।
বেশ কয়েকদিন ধরে বান্দোয়ান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। সন্ধ্যার পর প্রায় আটটা নাগাদ যেমনটা জানা যায় যে রাইকা সংলগ্ন জঙ্গল থেকে বাঘ বান্দোয়ান -কুইলাপাল রাজ্য সড়ক পার হয়ে ঢুকে পড়েছে মানবাজার দু নম্বর ব্লক একাকায় চলে যান। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহী বাঘটিকে দেখতে পান।
ওই সাইকেল আরোহীর বয়ান অনুযায়ী, তিনি জাতীয় সড়কের ওপর দিয়েই বাঘটিকে চলে যেতে দেখেন। বাঘের দেখা পাওয়ার খবর নেকড়া মোড়ে জানালে গ্রামে আতঙ্ক তৈরি হয়। লাঠি নিয়ে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান সিসিএফ, ডিএফও-সহ বন দফতরের আধিকারিকরা। রাত্রেই গ্রামগুলিতে সতর্ক করা হবে বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী নীরঞ্জন সিং বলেন, “দেখা তো গেল। কয়েক ঘণ্টা আগেই জলাধার থেকে রাস্তা পার হয়ে চলে যায়। পুকুরের সামনে পায়ের ছাপ মিলেছে। বন আধিকারিকদের বলেছি।”