Yamaha দুর্ধর্ষ এক ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে, কম দামে বিরাট রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 23, 2023 | 1:58 PM

Yamaha Electric Scooter: দেশের ইলেকট্রিক ভেহিকলের বাজার প্রতিদিন অন্য মাত্রায় পৌঁছচ্ছে, নতুন-নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করছে। Ola Electric, Ather Energy-র এই স্পেসে এখন Yamaha, Honda, Suzuki এবং Royal Enfield-এর তাদের ই-বাইক এবং ই-স্কুটার লঞ্চ করতে চলেছে। এদের মধ্যে Yamaha-র ইলেকট্রিক স্কুটার নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। ভারতে তারা Neo ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে। এক […]

Yamaha দুর্ধর্ষ এক ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে, কম দামে বিরাট রেঞ্জ
আসছে ইয়ামাহার নতুন ইলেকট্রিক স্কুটার।

Follow Us

Yamaha Electric Scooter: দেশের ইলেকট্রিক ভেহিকলের বাজার প্রতিদিন অন্য মাত্রায় পৌঁছচ্ছে, নতুন-নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করছে। Ola Electric, Ather Energy-র এই স্পেসে এখন Yamaha, Honda, Suzuki এবং Royal Enfield-এর তাদের ই-বাইক এবং ই-স্কুটার লঞ্চ করতে চলেছে। এদের মধ্যে Yamaha-র ইলেকট্রিক স্কুটার নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। ভারতে তারা Neo ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে। এক বছর আগেই ইয়ামাহা ইন্ডিয়ার চেয়ারম্যান এইশিন চিহানা বিষয়টি নিশ্চিত করেছিলেন। এখন কোম্পানির ইলেকট্রিক স্কুটার লঞ্চের পরিকল্পনা কতদূর, কাস্টমারদের আর কতদিনই বা অপেক্ষা করতে হবে, জেনে নেওয়া যাক।

আপাতত Yamaha Neo ইলেকট্রিক স্কুটার লঞ্চের কোনও পরিকল্পনা নেই কোম্পানির। সেই জায়গায় ভারতের বাজারে ব্র্যান্ডটি একটি নতুন প্রিমিয়াম ইভি নিয়ে আসছে। সেটি একটি পারফরম্যান্স ওরিয়েন্টেড ইলেকট্রিক মেশিন, আরও আধুনিক এবং পরিণত, Neo-র থেকে আরও ক্ষমতাবান। তবে ভারতে রাস্তায় Yamaha-র এই নতুন প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারটিকে দেখতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে।

Yamaha Neo ই-স্কুটার লঞ্চের পরিকল্পনা ভারতে পিছিয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণও রয়েছে। প্রথমত, ইকোসিস্টেমটি হুট করেই পরিবর্তিত হয়েছে ভর্তুকিতে কাটছাঁটের পর। সেই সঙ্গেই আবার এসেছে নতুন রেগুলেটরি পলিসি। তার থেকেও বড় কথা হল, Yamaha একটা বিষয় বুঝতে পেরেছে বিশ্বের অন্যান্য দেশের বাজারের থেকে ভারতে ইলেকট্রিক ভেহিকল কেনার উদ্দেশ্য অনেকটাই আলাদা।

উদাহরণস্বরূপ, ইউরোপে মানুষ ইলেকট্রিক ভেহিকল ক্রয় করেন পরিবেশ রক্ষার্থে তাঁদের সামান্যতম অবদানটুকু যোগাতে। কিন্তু ভারতে বেশিরভাগ মানুষই ইলেকট্রিক স্কুটার বা চারচাকা কিনছেন পেট্রলের খরচ বাঁচাতে। সেই জায়গায় Yamaha-র ICE কাস্টমাররা বাইক বা স্কুটার কেনেন স্টাইল এবং পারফরম্যান্সের উপরে ফোকাস করে। আর সেই কারণেই Yamaha এখন ভারতে প্রিমিয়াম ইলেকট্রিক ভেহিকল নিয়ে কাজ করছে। Yamaha-র সেই আসন্ন ইলেকট্রিক স্কুটার স্টাইলিশ, স্পোর্টি, এক্সসাইটিং এবং ব্র্যান্ড Yamaha ব্র্যান্ডের জন্য যোগ্য মডেল হতে চলেছে।

ইয়ামাহার সেই নতুন ইলেকট্রিক স্কুটারটি তাঁদের জন্য চমৎকার হতে চলেছে, যাঁরা অনন্য মডেলের সন্ধানে রয়েছেন। তবে সেই ই-স্কুটারে প্রাথমিক ভাবে সংস্থাটি তার ভলিউমে ফোকাস করছে না। কোম্পানি কেবলই স্পোর্টি এবং দুর্ধর্ষ লুকের একটি ইলেকট্রিক স্কুটার তৈরির পরিকল্পনা করছে। সেই মডেলের ইলেকট্রিক হার্ট থাকছে ঠিকই, তবে তার স্টাইল ও পারফরম্যান্স ভারতের বাজারের অন্যান্য Yamaha বাইক বা স্কুটারের মতোই হতে চলেছে।

Yamaha এমনই একটা ব্র্যান্ড, যারা তাড়াহুড়ো করে কোনও বাইক বা স্কুটার এখনও পর্যন্ত লঞ্চ করেনি। তাই তাদের নতুন ইলেকট্রিক ভেহিকলটি ডেভেলপ করতে অনেকটাই সময় নেবে ইয়ামাহা। একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, ইয়ামাহার R15 এবং MT-15 এর মতো জনপ্রয়ি আইসিই বাইকগুলির মতোই হতে চলেছে ই-স্কুটারগুলি। এদিকে Yamaha ভারতে R3, R7, MT-03, MT-07 এবং MT-09 এর মতো একাধিক মডেল লঞ্চের পরিকল্পনাও করছে।

Next Article