AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL Cheapest Plan: মাত্র 22 টাকা রিচার্জ করে টানা 3 মাস থাকুন নিশ্চিন্ত, BSNL-এর এই প্ল্যান যেন ম্যাজিক বক্স!

Cheapest Recharge Plan: মাত্র 22 টাকা খরচ করলেই আপনি অনেক সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানটি সস্তা হওয়ার পাশাপাশি, এতে অনেক সুবিধাও পাবেন। এই রিচার্জের অধীনে, আপনি কল করার সুবিধা পেয়ে যাবেন।

BSNL Cheapest Plan: মাত্র 22 টাকা রিচার্জ করে টানা 3 মাস থাকুন নিশ্চিন্ত, BSNL-এর এই প্ল্যান যেন ম্যাজিক বক্স!
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 9:45 AM
Share

BSNL 22 Rs. Recharge Plan: বিগত কয়েক বছর ধরে টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েই চলেছে। প্রতি মাসে রিচার্জ না করলেই সিমে ইনকামিং এবং আউটগোয়িং সুবিধা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে যাদের দু’টি সিমকার্ড রয়েছে, তারা সমস্যায় পড়েছেন। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হন। তাহলে আপনার জন্য এই সমস্যার সমাধান রয়েছে। এখনও এমন অনেক প্ল্যান রয়েছে, যেগুলি অনেক কম দামে আসে। মাত্র 22 টাকা খরচ করলেই আপনি অনেক সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানটি সস্তা হওয়ার পাশাপাশি, এতে অনেক সুবিধাও পাবেন। এই রিচার্জের অধীনে, আপনি কল করার সুবিধা পেয়ে যাবেন। এই রিচার্জটি BSNL চালু করেছে। তবে শুধু BSNL নয়, Aitrtel এবং Vi-এও এমন সুবিধা পেয়ে যাবেন।

22 টাকায় 90 দিনের বৈধতা পাবেন:

22 টাকার এই রিচার্জ প্ল্যানটির বৈধতা 90 দিন অর্থাৎ তিন মাস। এর অধীনে, আপনাকে কল করার সুবিধা দেওয়া হবে। এর সবথেকে বড় সুবিধা হল, এতে আপনাকে বার বার রিচার্জ করতে হবে না। একবার রিচার্জ করলেই আপনি তিন মাসের জন্য আপনার সিমটিকে চালু রাখতে পারবেন। এর আওতায় প্রতি মিনিটে 30 পয়সা এসটিডি এবং লোকাল কলিং সুবিধা পাওয়া যাবে। তবে বিনামূল্যে ইন্টারনেট এবং বিনামূল্যে কলিং, এসএমএস সুবিধা পাওয়া যাবে না। কারণ আপনি 22 টাকার এই রিচার্জে কলিং ছাড়া বিশেষ কোনও সুবিধা পাবেন না। প্রধানত কোম্পানিটি সিম চালু রাখার জন্যই এমন সুবিধা দিচ্ছে।

Aitrtel এবং Vi-এর সস্তা প্ল্যান:

এয়ারটেলের সবচেয়ে ছোট প্ল্যানটি হল 155 টাকা, যার অধীনে আপনাকে 1 জিবি ডেটা এবং বিনামূল্যে ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। Vi-এর 155 টাকার একটি রিচার্জ প্ল্যানও যাবে। এই প্ল্যানের বৈধতা 24 দিনের। যেখানে বিনামূল্যে কলিং এবং ডেটা বে-এর সুবিধা পেয়ে যাবেন। আপনি যদি দু’টি সিম রাখতে চান এবং সিমটি চালু রাখতে রিচার্জ করতে চান, তবে আপনি BSNL-এর এই প্ল্যানটি বেছে নিতে পারেন।