Jio-র চিন্তা বাড়াল 94 টাকার বাম্পার BSNL প্ল্যান, এক মাস 3GB ডেটা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 20, 2023 | 4:41 PM

BSNL-এর ঝুলিতে এই মুহূর্তে মোট ছয়টি প্রিপেড প্ল্যান রয়েছে। বিবিধ ভ্যালিডিটি পিরিয়ড এবং কম-বেশি মিলিয়ে সবরকমের ডেটা অফার করা হয় প্ল্যানগুলিতে। এদের খরচ যথাক্রমে 16 টাকা, 94 টাকা, 97 টাকা, 98 টাকা, 151 টাকা এবং 198 টাকা।

Jio-র চিন্তা বাড়াল 94 টাকার বাম্পার BSNL প্ল্যান, এক মাস 3GB ডেটা
200 টাকার কম খরচে সেরার সেরা BSNL প্ল্যান।

Follow Us

BSNL Recharge: ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এর ঝুলিতে রয়েছে একাধিক প্রিপেড ডেটা ভাউচার। দৈনিক ডেটার কোটা শেষ হওয়ার পরে যাঁদের অতিরিক্ত আরও ইন্টারনেটের প্রয়োজন হয়, এই প্ল্যানগুলি তাঁদের জন্য অত্যন্ত সহায়ক। আবার কম খরচে যাঁরা কম দিনের প্ল্যানের সন্ধান করছেন, তাঁরাও এই প্ল্যানগুলিতে ব্যাপকভাবে উপকৃত হতে পারেন। 200 টাকারও কম খরচে এমনই কয়েকটি BSNL প্রিপেড ডেটা ভাউচার সম্পর্কে জেনে নিন।

200 টাকার কম খরচের BSNL ডেটা ভাউচার

BSNL-এর ঝুলিতে এই মুহূর্তে মোট ছয়টি প্রিপেড প্ল্যান রয়েছে। বিবিধ ভ্যালিডিটি পিরিয়ড এবং কম-বেশি মিলিয়ে সবরকমের ডেটা অফার করা হয় প্ল্যানগুলিতে। এদের খরচ যথাক্রমে 16 টাকা, 94 টাকা, 97 টাকা, 98 টাকা, 151 টাকা এবং 198 টাকা। এদের মধ্যে কোন প্ল্যানে, কী অফার রয়েছে, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।

সবথেকে কম খরচ অর্থাৎ 16 টাকার প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 দিন। আর এই এক দিনের জন্যই ব্যবহারকারীদের 2GB ডেটা অফার করা হয়। এখন যাঁদের কাছে ইতিমধ্যেই একটা বৈধ প্ল্যান রয়েছে, তাঁদের চালু প্ল্যানে ডেটার কোটা শেষ হয়ে গেলে কাজে লাগতে পারে BSNL 16 টাকার প্ল্যানের 2GB ডেটা অফার।

এখন আপনার যদি একটু বেশি পরিমাণ ডেটা ও ভ্যালিডিটির দরকার হয়, সেক্ষেত্রে আপনি রিচার্জ করতে পারেন 94 টাকার প্ল্যান। 30 দিনের ভ্যালিডিটি অফার করা হয় প্ল্যানটিতে। এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা 200 মিনিটের ভয়েস কলিং এবং 3GB ডেটা পেয়ে যাবেন 30 দিনের জন্য।

তার ঠিক পরের প্ল্যানটারই খরচ 97 টাকা। এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটি 15 দিন। এই প্ল্যানে ব্যবহারকারীদের 2GB ডেটা এবং লোকধুন কনটেন্ট অফার করা হয়। সরকারি টেলকোর ঝুলিতে একটি 151 টাকার দুর্ধর্ষ প্ল্যান, যাতে 40GB ডেটা এবং Zing এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

200 টাকার কম খরচের আর একটি যে প্ল্যান BSNL এর কাছে রয়েছে, তার সার্ভিস ভ্যালিডিটি 40 দিন। এই প্ল্যানে ব্যবহারকারীরা 2GB দৈনিক ডেটা, লোকধুন কনটেন্ট এবং চ্যালেঞ্জেস এরিনা মোবাইল গেমিং সার্ভিসের সুবিধা পেয়ে যাবেন।

Next Article