সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল তাদের প্রোমোশনাল ব্রডব্যান্ড প্ল্যানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর ১ অক্টোবর এই প্ল্যান চালু হয়েছিল। সময়সীমা ছিল ৯০ দিন। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে এই প্ল্যান শেষ হয়ে গিয়েছিল। তবে গতকাল ৪ জানুয়ারি বিএসএনএলের তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল থেকেই চালু হয়েছে নতুন প্ল্যান। চলবে ৯০ দিন।
বিএসএনএলের গ্রাহক সংখ্যা ১০ লক্ষ পেরিয়েছে। গত বছর ডিসেম্বর মাসে FTTH সেগমেন্টের উপর ভিত্তি করেই বিএসএনএলের গ্রাহক সংখ্যা এতটা বেড়েছে। মূলত ভারত ফাইবার প্ল্যানের মাধ্যমেই গ্রাহকদের নজর কেড়েছে বিএসএনএল।
জানা গিয়েছে, বিএসএনএলের ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৪৪৯, ৭৯৯, ৯৯৯, ১৪৯৯—- এই চার ধরণের রিচার্জ সম্ভব। ৪৪৯ টাকার প্যাক নিলে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ৯৯৯ এবং ১৪৯৯- প্যাকে গ্রাহকরা পাবেন প্রিমিয়াম মেম্বারশিপ। যেখানে ডিজনি হটস্টার দেখার জন্য আলাদা করে কোনও টাকা দিতে হবে না।
বিএসএনএল ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান ৪৪৯ টাকা- একে বলা হয় ফাইবার বেসিক প্ল্যান। এই প্ল্যানে ৩০ এমবিপিএস স্পিড দেওয়া হয় ৩.৩টিবি পর্যন্ত। এই প্ল্যানে থাকে ৩৩০০ জিবি এফইউপি লিমিট। সেটা পেরিয়ে গেলে স্পিড ২ এমবিপিএস কমে যায়। সারা ভারতে যেকোনও নেটওয়ার্কে এই প্ল্যানের মাধ্যমে ফ্রি ভয়েস কলের পরিষেবা পাওয়া যাবে। ৬ মাস পর এই প্যাক অটোমেটিক ভাবেই ৫৯৯ টাকার ফাইবার বেসিক প্লাস প্ল্যানে পরিবর্তন হয়ে যাবে।
৭৯৯ টাকার ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান- এই প্ল্যানে ৩.৩ টিবি বা ৩৩০০ জিবি এফইউপি লিমিটের জন্য ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। এফইউপি লিমিট শেষ হলে স্পিড ২ এমবিপিএস কমে যাবে।
৯৯৯ টাকার ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান- এক্ষেত্রে প্রাথমিক ভাবে স্পিড লিমিট ২০০ এমবিপিএস। পাওয়া যাবে ডিজনি হটস্টারের প্রিমিয়াম মেম্বারশিপ।
১৪৯৯ টাকার ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান- এই প্ল্যানে ৪ টিবি বা ৪০০০ জিবি পাওয়া যাবে ৩০০ এমবিপিএস এপিডে। এফইউপি লিমিট শেষ হলে স্পিড ৪ এমবিপিএস কমে যাবে। এক্ষেত্রেও পাওয়া যাবে ডিজনি হটস্টারের প্রিমিয়াম মেম্বারশিপ।