প্রজাতন্ত্র দিবসে ভারতে রিলিজ হতে চলেছে নতুন গেম FAU-G। ২৬ জানুয়ারিই যে এই গেম লঞ্চ হবে সে ব্যাপারে নিশ্চিত খবর দিয়েছেন অক্ষয় কুমার। টুইট করে আক্কি জানিয়েছেন গেম লঞ্চের দিন। সেই সঙ্গে রিলিজ হয়েছে গেমের ট্রেলর। টুইটে অক্ষয় লিখেছেন, “দেশের ভিতরে হোক বা সীমান্তে, সব সমস্যায় হাজির ভারতের বীররা। তাঁরা ভয়ডরহীন এবং একত্রিত নিরাপত্তারক্ষী। আমাদের FAU-G।“
গালওয়ান ভ্যালিতে চিন-ভারত সংঘাতের পরেই ভারতে বহু চিনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল গেমিং অ্যাপ পাবজি। এরপরই পাবজির বদলে তৈরি হওয়া দেশীয় গেমিং অ্যাপ ফৌজি আসে গুগল প্লে স্টোরে। শুরু হয় প্রি রেজিস্ট্রেশন। জানা গিয়েছে, গালওয়ান ভ্যালির অংশও নাকি দেখানো হবে এই গেমের মাধ্যমে।
Whether it’s a problem within the country or at the border…these Bharat Ke Veer always stand tall. They are our Fearless And United Guards, our FAU-G! Witness the anthem ?
Pre-register now https://t.co/8cuWhoHDBh
Launch ? 26/1@VishalGondal @nCore_games @BharatKeVeer #FAUG pic.twitter.com/ctp5otrjLE— Akshay Kumar (@akshaykumar) January 3, 2021
গতবছর নভেম্বর মাসেই এই গেমের অনলাইন প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ মানুষ এই গেমের জন্য প্রি-রেজিস্ট্রেশন করেছিলেন। এরপর গুগল প্লে স্টোরে নভেম্বর মাসের শেষ দিকে লাইভ প্রি-রেজিস্ট্রেশন চালু করে দেওয়া হয়। প্রথমে ভাবা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসেই রিলিজ হবে এই গেম। তবে সেই সময় লঞ্চ হয়নি FAU-G। লঞ্চের দিন থেকেই গুগল প্লে স্টোরে অ্যানড্রয়েড ইউজারদের জন্য পাওয়া যাবে এই গেম। তবে ২৬ জানুয়ারি থেকেই অ্যাপেল স্টোর থেকে আইওএস ভারসান ইউজাররা এই গেম ডাউনলোড করতে পারবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।