Online Scam: ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে সব শেষ, OTP ছাড়াই মুহূর্তে ফাঁকা হল অ্যাকাউন্ট

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 12, 2023 | 7:00 AM

Without OTP Scam: ইন্টারনেট যেমন জীবনকে আগের চেয়ে অনেক সহজ করে তুলেছে, তেমন এর অনেক অসুবিধাও দেখা দিয়েছে। একটি ভুল ক্লিকেই আপনার সারা জীবনের কষ্ট করে আয় করা টাকা আপনি খুইয়ে ফেলতে পারেন।

Online Scam: ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে সব শেষ, OTP ছাড়াই মুহূর্তে ফাঁকা হল অ্যাকাউন্ট

Follow Us

Online Scam News: ইন্টারনেট যেমন জীবনকে আগের চেয়ে অনেক সহজ করে তুলেছে, তেমন এর অনেক অসুবিধাও দেখা দিয়েছে। এখন এক ক্লিকে খাবার, কেনাকাটা, ফ্লাইট, হোটেল ইত্যাদি বুক করতে পারেন। কিন্তু একটি ভুল ক্লিকেই আপনার সারা জীবনের কষ্ট করে আয় করা টাকা আপনি খুইয়ে ফেলতে পারেন। বর্তমানে অনেকেই এমন আছেন, যারা অনলাইনেই ডাক্তারের এপয়েন্টমেন্ট বুক করে ফেলেন। যাতে সময় এবং অর্থ দুটোই বাঁচানো যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, দিল্লির এক মহিলা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় 60,000 টাকা খুইয়েছেন।

দিল্লির তাবাসসুম কুরেশি, পেশায় একজন টেলিভিশন প্রযোজক, অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় 60,000 টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ ANI-এর একটি প্রতিবেদন অনুসারে, তাবাসসুম কুরেশি একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করছিলেন। সে গুগল থেকে ডাক্তারের ক্লিনিকের নম্বর বের করে তাতে কল করলেও কলটি কানেক্ট হয়নি। কিছুক্ষণ পর, তাবাসসুম কুরেশি একটি ফোন কল পান। যাতে সামনে থাকা ব্যক্তি নিজেকে ক্লিনিকের একজন স্টাফ সদস্য হিসাবে পরিচয় দেন এবং আশ্বাস দেন যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা হবে।

মহিলাটি জানিয়েছেন যে, তিনি প্রাইভেট ক্লিনিকের নম্বরটি গুগল থেকে নিয়েছিলেন কিন্তু কলটি প্রথমবার লাগেনি। এর পরে, তিনি একটি অজানা নম্বর থেকে একটি কল পান এবং ব্যক্তিটি মহিলাকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার আশ্বাস দেয়। বুকিং এর জন্য তাকে আগে থেকে টাকা পাঠাতেও বলা হয়। ফোনের ওপারে থাকা ব্যক্তিটি ওই মহিলার নম্বরে একটি লিঙ্ক পাঠান। কুরেশি এটিতে ক্লিক করেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণ দিয়ে দেন। কিন্তু তারপরেও কোনও বুকিং-এর ম্যাসেজ পাননি। কিছুক্ষণ পরে, কুরেশি একটি ব্যাঙ্ক এসএমএস পান এবং তিনি জানতে পারেন যে, তার অ্যাকাউন্ট থেকে 51,900 টাকা কেটে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে, তিনি আবার একটি এসএমএস পান যে, আরও 10,000 টাকা কেটে নেওয়া হয়েছে। অবাক ব্যাপার হল তার ফোনে কোনও রকম কোনও ওটিপি আসেনি। অর্থাৎ ওটিপি শেয়ার না করেই, শুধুমাত্র লিংক দিতে ক্লিক করেই তাবাসসুম কুরেশি 60,000-এরও বেশি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তাহলে কেলেঙ্কারি হল কীভাবে?

স্ক্যামার যখন কলে মহিলাকে লিঙ্কটি শেয়ার করেছিল, তখন সেই লিঙ্কে ক্লিক করতেই, প্রতারক মাধ্যমে মহিলার ব্যক্তিগত তথ্য পেয়েছিলেন। এই ধরনের লিঙ্ককে ফিশিং লিঙ্ক বলা হয়। যেখানে স্ক্যামাররা লিঙ্কের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে। মনে রাখবেন, কোনও অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য বা ঠিকানা, ব্যাঙ্কের বিবরণ ইত্যাদি অনলাইনে অচেনা কারও সঙ্গে শেয়ার করবেন না।

Next Article
Boult Audio Curve ANC: 40 ঘণ্টা ননস্টপ গান চললেও থাকবে চার্জ, Boult-র এই নেকব্যান্ড না কিনলেই লস!
Vivo V11 Pro বনাম Oppo F9 Pro: দাম হোক বা ফিচার, এগিয়ে রয়েছে কে?