AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio Recharge: 395 টাকারও কমে Jio দিচ্ছে তিন মাসের ভ্যালিডিটি, কিন্তু কীভাবে পাবেন?

Jio Prepaid Plan: আপনি যদি Jio-এর 395 টাকার প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে 84 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন এত কম দামে 3 মাসের ভ্যালিডিটি সহ ডেটা?

Jio Recharge: 395 টাকারও কমে Jio দিচ্ছে তিন মাসের ভ্যালিডিটি, কিন্তু কীভাবে পাবেন?
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 7:07 AM
Share

Jio’s 395 prepaid plan: Jio ভারতের অন্যতম শীর্ষ টেলিকম ব্র্যান্ড এবং এটি দেশের অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় কিছুটা সস্তা ডেটা প্ল্যান অফার করার জন্যও পরিচিত। মুম্বইয়ের টেলিকম জায়ান্টের কাছে আরও একটি সস্তার রিচার্জ প্যাক রয়েছে, যার জন্য গ্রাহকদের 395 টাকা খরচ করতে হবে। এই Jio প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল, এর লম্বা সময়ের ভ্যালিডিটি। অর্থাৎ আপনি যদি Jio-এর 395 টাকার প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে 84 দিন বা প্রায় 3 মাসের ভ্যালিডিটি পেয়ে যাবেন।

শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন এত কম দামে 3 মাসের ভ্যালিডিটি সহ ডেটা? আপনি হয়তো জানেন, গত কয়েক বছরে কোম্পানির মাসিক রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে। অর্থাৎ, এক মাস বা 28 দিনের মেয়াদ সহ একটি প্ল্যানের জন্য কমপক্ষে 200 টাকা খরচ করতে হবে। কিন্তু আনন্দের বিষয় এই যে, Jio-এর এই সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফারটি রয়েছে। এই প্ল্যানটি শুধুমাত্র My Jio অ্যাপে পাওয়া যাবে। আপনি যদি কম ডেটা ব্যবহার করে থাকেন বা আপনার বাড়িতে Wi-Fi সুবিধা রয়েছে, এমন অবস্থায় আপনি এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন।

Jio 395 রিচার্জ প্ল্যান:

Jio থেকে 395 প্রিপেইড রিচার্জ প্ল্যানটি শুরুমাত্র My Jio অ্যাপ থেকেই রিচার্জ করতে পারবেন। 400 টাকারও কম দামে, এই Jio রিচার্জ প্ল্যানে আপনি মোট 6GB হাই স্পিড ডেটা পেয়ে যাবেন। এছাড়া যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও পাবেন। 395 টাকার এই প্ল্যানে আপনি 84 দিনের বৈধতা এবং 1000 SMSও পাবেন। তবে 6GB হাই স্পিড ডেটা শেষ হওয়ার পরে, ডেটার গতি কমে 64Kbps হয়ে যাবে।

395 টাকার Jio প্ল্যানে অতিরিক্ত যে সুবিধাগুলি পাবেন:

এই 395 টাকার Jio প্ল্যানে, আপনি Jio Tv, Jio Cinema-এ অ্যাক্সেস এবং Jio Cloud এবং Jio Suraksha-এর মতো অ্যাপের মতো অন্যান্য সুবিধা ছাড়াও ডেটা, কলিং এবং এসএমএস পাবেন। আপনার যদি 5G স্মার্টফোন থাকে এবং আপনার এলাকায় Jio 5G পরিষেবা শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি এই প্ল্যানের 5G হাই স্পিড আানলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন।