Fire-Boltt Dream: স্বপ্নের স্মার্টওয়াচ! কব্জিতেই এক চিলতে মোবাইল, হোয়াটসঅ্যাপ-ফোন কল ঘড়িতেই সব
স্মার্টওয়াচটির দাম শুরু হচ্ছে 6,299 টাকা থেকে। মেটালিক স্ট্র্যাপে এই ঘড়িটিই আপনি পাবেন 6,499 টাকায়। ফ্লিপকার্ট এবং ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘড়িটি ক্রয় করতে পারবেন। আর তার জন্য অপেক্ষা করতে হবে 10 জানুয়ারি পর্যন্ত। প্লে স্টোর থেকে 1000টিরও বেশি অ্যাপ আপনি ডাউনলোড করে এই ঘড়িতে চালাতে পারেন।
স্মার্ট টেক অ্যাক্সেসারি প্রস্তুতকারক সংস্থা Fire-Boltt তাদের ‘স্বপ্নের’ স্মার্টওয়াচ নিয়ে এসেছে। কোম্পানির থেকেও বেশি সেই স্মার্টওয়াচ আরও বেশি করে ব্যবহারকারীদের কাছে স্বপ্নের। ঘড়িটির নাম Fire-Boltt Dream। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এটি দেশের প্রথম ‘অ্যান্ড্রয়েড 4G LTE ন্যানো SIM রিস্টফোন’। একটি ফিজ়িক্যাল 4G সিমের মাধ্যমে 4G কানেক্টিভিটি অফার করছে ঘড়িটি। আবার গুগল প্লে স্টোর থেকে নানাবিধ অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করেও আপনি এই ঘড়ি থেকেই সেগুলি ব্যবহার করতে পারবেন। ডিভাইসটি ফ্লিপকার্টে ইতিমধ্যেই চলে এসেছে। আবার আপনি চাইলে ব্র্যান্ডের অফিসিয়াল চ্যানেল থেকেও এটি ক্রয় করতে পারবেন।
দেশের স্মার্টওয়াচ প্রস্তুতকারক সংস্থাগুলি এখন আপনার কব্জির মধ্যেই একটা স্মার্টফোনের সব ফিচার দেওয়ার চেষ্টা করছে। সিম কানেক্টিভিটি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের মতো জরুরি অ্যাপ যাতে হাত থেকেই চালানো যায়, সেই প্রচেষ্টায় ইতিমধ্যেই BoAt এবং Noise-এর মতো সংস্থাগুলি বাজারে তাদের মডেল নামিয়েছে। সেই তালিকায় এবার নাম লেখাল Fire-Boltt। নতুন ঘড়িতে কী-কী ফিচার থাকছে, তাই একনজরে দেখে নেওয়া যাক।
Fire-Boltt Dream: ‘রিস্টফোন’ থুড়ি স্মার্টওয়াচের বিশেষত্ব কী
এই অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচে রয়েছে একটি 2.02 ইঞ্চির স্ক্রিন, যার রিফ্রেশ রেট 60Hz এবং পিক ব্রাইটনেস 600 নিটস। পারফরম্যান্সের জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে একটি কোয়াড-কোর কর্টেক্স A7MP সিপিইউ এবং মালি T820 GPU রয়েছে গ্রাফিক্সের কাজে লাগবে। ঘড়িটিতে 2GB RAM এবং 16GB স্টোরেজের সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ঘড়িটি 4G LTE, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং জিপিএস সাপোর্ট করবে। থাকছে একটি ডায়াল ফেস এবং ক্লাউড-বেসড্ ওয়াচ ফেসের বিবিধ একটা রেঞ্জ।
প্লে স্টোর থেকে 1000টিরও বেশি অ্যাপ আপনি ডাউনলোড করে এই ঘড়িতে চালাতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল ম্যাপস, প্রাইম ভিডিয়ো, মিন্ত্রা, সাবওয়ে সার্ফার্সের মতো একাধিক অ্যাপ এই স্মার্টওয়াচ থেকেই অ্যাক্সেস করতে পারবেন। রয়েছে একটি 800mAh ব্যাটারি, যা চার্জ হতে মাত্র ঘণ্টা দুয়েক সময় নেবে। পাশাপাশি এই ঘড়িতে একটি রোটেটিং ক্রাউন এবং ফাংশনাল বাটন রয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য এই ঘড়িতে রয়েছে নানাবিধ হেলথ্ মনিটরিং ফিচার্স।
Fire-Boltt Dream: কত দাম এই ঘড়ির
স্মার্টওয়াচটির দাম শুরু হচ্ছে 6,299 টাকা থেকে। মেটালিক স্ট্র্যাপে এই ঘড়িটিই আপনি পাবেন 6,499 টাকায়। ফ্লিপকার্ট এবং ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘড়িটি ক্রয় করতে পারবেন। আর তার জন্য অপেক্ষা করতে হবে 10 জানুয়ারি পর্যন্ত। অ্যাকোয়া সার্জ, চেরি হাগ, কোকোয়া কোটিওর, কোরাল ব্রিজ়, ডেনিম ড্রিম, ফরেস্ট ফ্রিঞ্জ, ফিউসন ফ্লিকার, আইরিশ গ্ল্যাম, মিডনাইট গ্রেস, মিডনাইট স্টিল, শ্যাজো গ্লাইড এবং স্কাই সিজ়লের মতো একাধিক রঙে ঘড়িটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।